বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মুম্বাই নয়, গুজরাটেই থেকে গেলেন পান্ডিয়া

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৩, ০৬:২৪ পিএম

শেয়ার করুন:

মুম্বাই নয়, গুজরাটেই থেকে গেলেন পান্ডিয়া

হার্দিক পান্ডিয়া, বর্তমানে ক্রিকেটে অন্যতম সেরা পেস বোলিং অলরাউন্ডার তিনি। চোটে পড়ে বিশ্বকাপ থেকে ছিটকে না গেলে ঘরের মাটিতে চ্যাম্পিয়ন হতে পারতো ভারত এমন ধারণাও করছেন অনেকেই। এ থেকেই বুঝা যায় তার গুরুত্ব। টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতীয় এই অলরাউন্ডার যেন সোনার হরিণ। এবার তাকে নিয়েই আলোচনা শুরু হয়েছে দেশটির ক্রিকেটে। আইপিএল ইতিহাসের অন্যতম সেরা দলবদল ঘটাতে চলেছিলেন তিনি। গুঞ্জন ছিল গুজরাট টাইটাইন্স ছেড়ে আগের দল মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিবেন পান্ডিয়া। তবে আজ জানা গেল আসন্ন আইপিএলে দল বদল করছেন না এই অলরাউন্ডার। 

২০২৪ আইপিএলে ক্রিকেটার ধরে রাখার শেষ দিনে হার্দিক পান্ডিয়াকে ধরে রেখেছে গতবারের ফাইনালিস্ট গুজরাট টাইটাইন্স। 


বিজ্ঞাপন


F_29GQeXEAA_8z_

২০১৫ সালে আইপিএল খেলা শুরু করেছিলেন হার্দিক পান্ডিয়া। শুরুই হয় মুবাই ইন্ডিয়ান্সকে দিয়ে। রোহিত শর্মার দল দিয়েই ক্রিকেটে নিজের জাত চেনান তিনি। তবে ২০২২ সালে মুম্বাই ছেড়ে তিনি পাড়ি জমিয়েছিলেন গুজরাট টাইটান্সে। দলটির অধিনায়কও ছিলেন তিনি। প্রথম আসরেই তার অধীনে চ্যাম্পিয়ন হয় দলটি। তবে সেই অধ্যায়ের সমাপ্তি ঘটতে চলেছে।
 
গুজরাটে দুই বছর কাটিয়ে এবার আবার মুম্বাইয়ে ফিরতে চলেছেন হার্দিক। সবকিছু ঠিকঠাক থাকলে আসছে মৌসুমে মুম্বাইয়ের জার্সিতেই আইপিএল মাতাতে দেখা যাবে সেরা এই অলরাউন্ডারকে। এমন তথ্যই জানায় ইএসপিএন ক্রিকইনফোর একটি প্রতিবেদন। 

প্রতিবেদনে বলা হয়েছে, গুজরাট থেকে মুম্বাইয়ে যাচ্ছেন হার্দিক, দলবদলের এই চুক্তিটি সম্পন্ন হবে ‘অল-ক্যাশ ডিল’ ভিত্তিতে। আর তাকে ফের দলে ভেড়াতে ১৫ কোটি রুপি খরচ করতে হবে মুম্বাইকে। তবে আজ ক্রিকেটার ধরে রাখার দিনে সব গুঞ্জন উড়িয়ে হার্দিককে ধরে রেখেছে তাঁর বর্তমান ফ্রাঞ্চাইজি গুজরাট টাইটান্স।  

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর