শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ নিয়ে মুখ খুললেন তামিম

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৩, ০৩:৫৭ পিএম

শেয়ার করুন:

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ নিয়ে মুখ খুললেন তামিম

বিশ্বকাপের আগে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ চলাকালেই হঠাৎ করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন তামিম। তবে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে এমন সিদ্ধান্ত প্রত্যাহার করেন তিনি। এরপর চোটের কারণে এশিয়া কাপ না খেললেও বিশ্বকাপে তিনি খেলবেন বলেই নিশ্চিত ছিল। সে লক্ষ্যে টুর্নামেন্ট শুরুর আগে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজও খেলেন তিনি। তবে বিশ্বকাপ দল ঘোষণার একেবারে আগমুহূর্তে টিম ম্যানেজম্যান্টের সঙ্গে দ্বন্দ্বের জেরে বিশ্বকাপ থেকে নিজেকে প্রত্যাহার করে নেন তামিম। দেশ সেরা ওপেনারের সঙ্গে যা যা হয়েছে তা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে ১৯ নভেম্বরের পর কথা বলার গুঞ্জন ছিল তামিমের। অবশেষে তাই সত্যি হলো। 

গতকাল রাতে তামিম তার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি প্রকাশ করেন। ছবিতে ছিলেন তামিমের সঙ্গে  প্রধানমন্ত্রী সহ ছিলেন তার সহধর্মিনী।  ছবি প্রকাশ করে তামিম লিখেন, "মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করা সবসময়ই আনন্দের।"


বিজ্ঞাপন


তবে কি তামিম তাকে নিয়ে বিশ্বকাপে চলা বিসিবির নাটকের সবকিছু প্রধানমন্ত্রীর কাছে উন্মোচন করেছেন। বিশ্বকাপ দল থেকে তামিমকে শেষ মুহূর্তে ছেড়ে ফেলেছিল বিসিবি। যার পেছনে দেশের ক্রিকেট বোর্ড ইনজুরিকে দায়ী করেছিল। কিন্তু তামিম তা অস্বীকার করে জানিয়েছিলেন তার বিরুদ্ধে মিথ্যাচার করেছিল নির্বাচকরা। 

 


বিজ্ঞাপন


 

Posted by Facebook on Date:

তবে গতকালের তামিমের সাক্ষাতের পর থেকেই ভক্তদের মনে একটাই প্রশ্ন কি কথা হয়েছিল তামিম ও মাননীয় প্রধানমন্ত্রীর। অবশেষে সেই ব্যাপারে মুখ খুলেছেন তামিম। দেশের জনপ্রিয় এক নিউজ পোর্টালকে তামিম জানিয়েছেন, “বিশেষ কোনো প্রয়োজনে নয়, এমনিতেই মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। অনেক ব্যস্ততার মধ্যেও আমার কথা তিনি মনে রেখেছেন। আমার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। আরও নানা বিষয় নিয়ে কথা হয়েছে। খুব সিরিয়াস কোনো বিষয় নয়। ক্রিকেট নিয়েও কথা হয়েছে, তবে খুবই সামান্য।”

প্রধানমন্ত্রীর সঙ্গে তামিমের দেখা করার পেছনে রাজনৈতিক কিছু রয়েছে কিনা এমন প্রশ্নে তামিম বলেন, “মোটেও ওরকম কোনো ব্যাপার নেই, একদমই কার্টেসি মিটিং এটা।”

আফগানিস্তান সিরিজের মাঝপথে অবসর নেওয়ার পর তামিম ইকবাল প্রধানমন্ত্রীর আশ্বাসেই আবারো অবসর ভেঙে ক্রিকেটে ফিরেছিলেন। তবে বিশ্বকাপে যাওয়ার আগে দেশসেরা এই ওপেনারকে নিয়ে বিসিবি যে নাটক মঞ্চায়িত করেছিল তা সবারই জানা। 

কিছুদিন দেশের একটি টেলিভিশন চ্যানেলে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুসারে; বিসিবির সূত্র বলছে, তামিমের দলে ফেরা নিয়ে তার কাছে জানতে চাইলে; তামিম এর সুস্পষ্ট উত্তর দেননি। এ সময় আরও জানা যায়, ১৯ নভেম্বরের পর প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন তমিম। 

এ যাবৎ তামিমের সঙ্গে যা হয়েছে তা ওভারফোনে তামিম প্রধানমন্ত্রীকে জানিয়েছেন। এবং তামিম বলেছেন, এ নিয়ে প্রধানমন্ত্রী যে নির্দেশ দিবেন তা পালন করবেন। এদিকে বিসিবির সেই কর্তা উল্লেখ করে জানান, হাথুরু থাকলে জাতীয় দলে আর ফিরবেন না তামিম। 

এসবের মাঝে হাথুরুকে নিয়েই নিজেদের সামনের পরিকল্পনা সাজাতে যাচ্ছে বিসিবি। তবে কি তামিম ক্রিকেটে প্রধানমন্ত্রীর আশ্বাসে আবারো ফিরবেন? নাকি টাইগার ক্রিকেটকে নীরবেই বিদায় বলবেন দেশ সেরা এই ওপেনার। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর