সদ্য সমাপ্ত ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স ছিল হতাশাজনক। অনেক আশা নিয়ে বিশ্বকাপ শুরু করলেও শেষটা হয়েছে মলিন। অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের শেষ ম্যাচে বড় হারের পর সব ব্যর্থতা ভুলে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে মাঠে ফিরতে যাচ্ছে টাইগার ক্রিকেটাররা। আগামী ২৮ নভেম্বর শুরু হবে প্রথম টেস্ট, ইতিমধ্যে দুই দল সিলেটে প্রস্তুতি সারছে।
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য পূর্ণ শক্তির দল নিয়েই সফরে এসেছে কিউইরা। তবে টাইগার শিবিরে নেই দুই অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবাল ও সাকিব আল হাসান। নতুন অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাঁধে থাকছে দলকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চ্যালেঞ্জ।
বিজ্ঞাপন
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দুটি টেস্টের প্রথমটি শুরু হবে ২৮ নভেম্বর। যেখানে মাঠে বসে দেখতে দর্শকরা খেলা দেখতে পারবেন মাত্র ১০০টাকায়।
সমর্থকদের সর্বনিম্ন খরচ করতে হবে ১০০ টাকা ও সর্বোচ্চ ১০০০ টাকা। সিলেট স্টেডিয়ামের গ্রিন গ্যালারি ও পশ্চিম গ্যালারির টিকিটের দাম ধরা হয়েছে ১০০ টাকা, পূর্ব গ্যালারি ২০০ টাকা। স্টেডিয়ামের ক্লাব হাউজে বসে খেলা দেখতে খরচ করতে হবে ৩০০ টাকা। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ১০০০ টাকা।
সিলেট টেস্টের টিকিট পাওয়া যাবে সিলেট স্টেডিয়ামের টিকিট কাউন্টারে। এ ছাড়া রিকাবিবাজার সিলেট জেলা স্টেডিয়ামেও পাওয়া যাবে এই টেস্টের টিকিট। ২৭ নভেম্বর থেকে ম্যাচ চলাকালীন প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫.৩০ পর্যন্ত টিকিট পাওয়া যাবে।

