বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিসিবিতে যে কারণে এসেছিলেন সাকিব

প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৩, ০৫:০৫ পিএম

শেয়ার করুন:

বিসিবিতে যে কারণে এসেছিলেন সাকিব

২০০৩ সালের পর এবারই প্রথম বিশ্বকাপে এতো বাজে ভাবে হেরে বিদায় নিয়েছে সাকিবের নেতৃত্বাধীন টাইগাররা। এদিকে দেশে ফিরে সাকিব আজ এসেছেন বিসিবিতে। বিশ্বকাপ ব্যর্থতার পর এখনো অধিনায়ক এবং প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে কোনো বৈঠক হয়নি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের। তবে আজ এ দুজনের সঙ্গে বিসিবি সভাপতি বৈঠক করবেন বলে বিভিন্ন গণমাধ্যমের সূত্রে জানা গেছে।

আরও পড়ুন:হঠাৎ বিসিবিতে সাকিব, করবেন বৈঠক


বিজ্ঞাপন


আরও পড়ুন: আবারও জুয়ার প্রতিষ্ঠানের সঙ্গে জড়ালেন সাকিব!

জানাগেছে, বিসিবিতে জাতীয় দলের নির্বাচক ও দলের টিম ডিরেক্টর ও কোচ হাথুরুসিংহের সঙ্গে একসঙ্গে বসেছেন, আলোচনাও করেছেন। যদিও কী কারণে এ বৈঠক তা জানা যায়নি। এছাড়া টাইগার অলরাউন্ডার বিসিবিতে এসেছিলেন আঙুলের চোটের পুরনো ব্যান্ডেজ খুলে নতুন ব্যান্ডেজ নিতে।

সাকিবের আঙুলের বর্তমান অবস্থা নিয়ে কথা বলেছে বিসিবির মেডিকেল বিভাগের প্রধান দেবাশীষ চৌধুরী। এ সময় তিনি বলেন, ‘আমাদের কাজ ছিল চেঞ্জ করে ব্যান্ডেজ করে দেয়া। পরবর্তী অবস্থা বুঝতে গেলে আপনাকে ৩ সপ্তাহ অপেক্ষা করতে হবে। সাধারণ তিন সপ্তাহ পর চেক এক্স-রে করা হয়, এখনো সেই সময় হয়নি। তিন সপ্তাহ না গেলে তো আসলে বোঝা যাবে না। তো তিন সপ্তাহ পর চেক এক্স-রে করে সিদ্ধান্ত নিতে হবে।’

আরও পড়ুন: ক্রিকেটে সময়ক্ষেপণ এড়াতে নতুন শাস্তির বিধান আইসিসির


বিজ্ঞাপন


আরও পড়ুন:নিউজিল্যান্ড সফরেও অনিশ্চিত সাকিব

সাকিবের তিন সপ্তাহ পর এক্স-রে ফল ইতিবাচক না হলে আবার নতুন করে চিকিৎসা শুরু হবে তার। অপরদিকে যদি চোট ভালো হয় তবে চলবে পুনর্বাসন প্রক্রিয়া। ফলে সব ধরনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেয়ে সাকিবকে মাঠে ফিরতে আরও সময় লাগতে পারে তিন থেকে চার সপ্তাহ। এ নিয়ে দেবাশিষ বলেন, ‘থিউরিটিক্যালি ৩-৪ সপ্তাহ খেলা বন্ধ রাখতে হয়। এরপর দেখা যায় আরো সময় লাগে। ফাইনাল কথা যেটা, ৩-৪ সপ্তাহ পর অবস্থা কেমন সেটার ওপর সব নির্ভর করবে।’

ফলে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগে ব্যাট-বল হাতে ফেরা হচ্ছেন টাইগার অলরাউন্ডারকে। এতে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলতে ১১ কিংবা ১২ ডিসেম্বর কিউইদের দেশে উড়াল দিতে যাওয়া দলের সঙ্গে যাওয়া হচ্ছে না সাকিবের এটা প্রায় নিশ্চিতই!

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর