কদিন আগেই শেষ হয়েছে ওয়ানডে বিশ্বকাপ। ভারতের মাটিতে অনুষ্ঠিত হওয়া এই টুর্নামেন্টে বাজে ভাবে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। টাইগারদের এবারের আসরে নেতৃত্ব দিয়েছেন সাকিব আল হাসান। চোটের কারণে এক ম্যাচ না খেলেই দেশে ফিরেছিলেন তিনি। পরে আবার পরিবারের সঙ্গে সময় কাটাতে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। স্ত্রী-সন্তানদের সঙ্গে ছুটি কাটিয়ে আবার দেশে ফিরেছেন তিনি।
এদিকে দেশে ফিরে সাকিব আজ এসেছেন বিসিবিতে। বিশ্বকাপ ব্যর্থতার পর এখনো অধিনায়ক এবং প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে কোনো বৈঠক হয়নি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের।
বিজ্ঞাপন
আরও পড়ুন: আবারও জুয়ার প্রতিষ্ঠানের সঙ্গে জড়ালেন সাকিব!
আরও পড়ুন: ক্রিকেটে সময়ক্ষেপণ এড়াতে নতুন শাস্তির বিধান আইসিসির
তবে আজ এ দুজনের সঙ্গে বিসিবি সভাপতি বৈঠক করবেন বলে বিভিন্ন গণমাধ্যমের সূত্রে জানা গেছে।
এদিকে আগামী ২৮ নভেম্বর হতে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাটিতে টেস্ট সিরিজ খেলতে মাঠে নামবে বাংলাদেশ। তবে চোটের কারণে এই সিরিজে দলে থাকতে পারবেন না বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিবের পাশাপাশি দলে থাকবেন না লিটন দাসও। দুই টেস্টের সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে সিলেটে। এরপর দ্বিতীয়টিতে দুই দল মুখোমুখি হবে মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।
বিজ্ঞাপন

