ক্রিকেট খেলায় প্রায়শই দেখা যায়, মন্থর ওভার রেটের কারণে ফিল্ডিং দলকে আর্থিক দন্ড দেয়া হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে বোলিং শেষ করতে না পারলে ক্রিকেটারদের ম্যাচ ফি থেকে কেটে নেয়া হয় সে অর্থ। এছাড়া একই কারণে অনেক অনেক সময় ত্রিশ গজ বৃত্তের ভেতরে একজন অতিরিক্ত ফিল্ডারকে রাখতে হয় শাস্তি হিসেবে। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল, সময়ক্ষেপনের জন্য এবার নতুন এক ধরণের শাস্তির বিধান করেছে।
বিশ্বকাপ শেষে গতকাল ভারতের আহমেদাবাদে বসেছিল আইসিসির বোর্ড সভা। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেখানে সিদ্ধান্ত নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটের কর্তাব্যক্তিরা। সেখানেই মন্থর ওভার রেটের কারণে নতুন শাস্তির বিধান করা হয়েছে। এমন নিয়মকে ‘স্টপ ক্লক’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: এবার শ্রীলঙ্কা থেকে বিশ্বকাপ সরিয়ে নিল আইসিসি
এখন থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে বল করতে না পারলে বিপক্ষ দলের দলের স্কোরবোর্ডে যোগ হবে অতিরিক্ত ৫ রান। তবে এর জন্যও রয়েছে নির্দিষ্ট বিধান। একটি ওভার শেষ ওভার পর আরেক ওভার শুরু করতে ৬০ সেকেন্ড সময় পাবে ফিল্ডিং দল। তবে কোনো দল যদি তিন বার ৬০ সেকেন্ডের মধ্যে নতুন ওভার শুরু করতে ব্যর্থ হয় তখন ব্যাটিং দলের খাতায় যোগ হবে অতিরিক্ত ৫টি রান।
নতুন এই নিয়ম অবশ্য পরীক্ষামূলক ভাবে চালানো হবে আগামী পাঁচ মাস। আসন্ন ডিসেম্বর থেকে শুরু হয়ে চলবে আগামী বছরের এপ্রিল পর্যন্ত। তবে এখন শুধুমাত্র সাদা বলের ক্রিকেটের দুই ফরম্যাটেই চলবে এমন নিয়ম। টেস্ট ক্রিকেটে এখনই নয়।
আর্থিক দণ্ড এবং ত্রিশ গজ বৃত্তের ভেতরে অতিরিক্ত একজন ফিল্ডার রাখার শাস্তি থাকার পরও নির্দিষ্ট সময়ের মধ্যে ইনিংস না শেষ হওয়ার কারণেই এমন নিয়ম করছে আইসিসি।

