দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ। আসন্ন এই মেগা টুর্নামেন্টের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদশ। তিন ম্যাচ সিরিজের প্রথমটি বৃষ্টিতে ভেসে যাওয়ার পর গতকাল দ্বিতীয়টিতে মাঠে নেমেছিল দুই দল যেখানে ৮৬ রানে পরাজিত হয়েছে বাংলাদেশ।
এদিকে বিশ্বকাপ সন্নিকটে হওয়ায় কিউইদের বিপক্ষে এই সিরিজে বিশ্রামে রাখা হয়েছে দলের গুরুত্বপূর্ণ সদস্যদের। এর অন্যতম কারণ ছিল মেগা টুর্নামেন্টের আগে যেন টানা খেলার ক্লান্তি বাঁ চোটের ঝুঁকিতে না পড়েন তারা। এছাড়াও এই সিরিজে বেশ কয়েকজন ক্রিকেটারকে সুযোগ দিয়ে পরখ করতে চেয়েছিল বিসিবি। এদের মধ্যে তালিকায় উপরের দিকেই ছিলেন সৌম্য সরকার।
বিজ্ঞাপন
সৌম্য বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের পছন্দের খেলোয়াড়দের একজন হিসেবেই অধিক পরিচিত। বাজে ফর্মের কারণে দীর্ঘদিন দলের বাইরে ছিলেন তিনি। তবে হাথুরু দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেয়ার পরই তাকে আবার ফেরানোর প্রক্রিয়া শুরু হয়। এমনকি ইমার্জিং এশিয়া কাপ খেলতেও পাঠানো হয়েছিল তাকে।
আরও পড়ুন: হাথুরুর ‘ঘুম থেকে জেগে উঠুন’ মন্তব্য নিয়ে যা বললেন তামিম

আরও পড়ুন: রিয়াদকে নিয়ে যা বললেন তামিম
বিজ্ঞাপন
টপ অর্ডার ব্যাটার হিসেবে ক্যারিয়ার শুরু করলেও টিম ম্যানেজম্যান্ট তাকে এখন নতুন পেস বোলিং অলরাউন্ডার ভূমিকায় চেয়েছিল। তবে দুই বছর পর জাতীয় দলে ফিরেও সুবিধা করতে পারেননি সৌম্য। গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ব্যাট হাতে মাঠে নেমে ফিরে গেছেন মাত্র দুই বল খেলেই, পারেননি রানের খাতা খুলতে।
এদিকে এক সূত্রে জানা গিয়েছে গতকাল সৌম্যর আউটের ধরণ দেখে ক্ষিপ্ত হয়েছেন বিসিবি কর্তারা। সেই সঙ্গে হতাশ প্রধান নির্বাচকও। ফলে ধারণা করা হচ্ছে এ বাঁহাতি ব্যাটারের বিশ্বকাপ টিকিট বাতিল করতে যাচ্ছে বোর্ড।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে এখনো বাকি আছে একটি ম্যাচ। যদি সৌম্য শেষ ওয়ানডেতেও সুযোগ পান এবং দুর্দান্ত কিছু না করতে পারেন তাহলে বিশ্বকাপের বিবেচনায় থাকছেন না তিনি।

