সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রিয়াদকে নিয়ে যা বললেন তামিম

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:১৯ পিএম

শেয়ার করুন:

রিয়াদকে নিয়ে যা বললেন তামিম

বাংলাদেশের ক্রিকেটের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য মাহমুদউল্লাহ রিয়াদ। তবে বিশ্রাম এর কথা বলে দীর্ঘ সময় দলের বাইরে রাখা হয়েছিল তাকে। ঘরে-বাইরে মিলিয়ে বেশ কয়েকটি সিরিজের পর এশিয়া কাপেও তিনি ছিলেন লাল-সবুজ দলে ব্রাত্য। তবে বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সিরিজে দলে ফিরেছেন তিনি। কিউইদের বিপক্ষে ভালো করতে পারলে আছে বিশ্বকাপ দলে থাকার জোর সম্ভাবনা।

এমন অবস্থায় দীর্ঘদিন পর দলে ফিরে বেশ ভালো করেছেন মাহমুদউল্লাহ। ব্যাট হাতে গতকাল ব্যর্থই হয়েছে টাইগাররা। তবে ব্যতিক্রম মাত্র দুইজন। চোট কাটিয়ে গতকালই প্রথম ব্যাট হাতে মাঠে নামা তামিম ইকবাল খেলেছেন ৫৮ বলে ৪৪ রানের এক ইনিংস। অন্যদিকে মাহমুদউল্লাহ করেছেন ৭৬ বলে ৪৯ রান।


বিজ্ঞাপন


নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি কাল হেরেছে বাংলাদেশ। হারের পর সংবাদ সম্মেলনে কাল এসেছিলেন তামিম। দেশসেরা ওপেনারের সামনে কাল মাহমুদউল্লাহর প্রসঙ্গ তুলতেই তিনি বলেন, ‘আমার তো মনে হয় উনি চমৎকার খেলেছেন। আমি ওনার সঙ্গে ছোট একটা জুটিতে ছিলাম। ওনার ইনটেন্ট খুবই ভালো ছিল। আমার মনে হয়নি উনি ছয়-সাত মাস বিরতির পর খেলতে নেমেছেন।’

মাহমুদউল্লাহর ফিল্ডিংয়ের প্রসঙ্গ উঠিয়ে তামিম বলেন, ‘ওনার ফিল্ডিং খুবই ভালো হয়েছে। যতবারই বল গেছে, উনি সেরাটাই দিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি, তিনি খুবই খুবই ভালো খেলেছেন।’

গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে রান তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা। মাহমুদউল্লাহ যখন ব্যাটিংয়ে নামেন তখন ৭০ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ। পরে মাহমুদউল্লাহর ৪৯ রানের ইনিংসেই শেষ পর্যন্ত অলআউট হওয়ার আগে ১৬৮ রান তুলতে পারে লাল-সবুজ দল।     

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর