বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

স্বামী-স্ত্রী জামাতে নামাজ পড়লে ইকামত কে দেবে?

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১৩ জুন ২০২৩, ০৬:৪০ পিএম

শেয়ার করুন:

loading/img

পুরুষের জন্য মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করা ওয়াজিব। বিনা ওজরে জামাত ছেড়ে দেওয়া বড় গুনাহ। কেননা আল্লাহ তাআলার নির্দেশ—‘আর তোমরা সালাত প্রতিষ্ঠা করো ও জাকাত দাও এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো (সুরা বাকারা: ৪৩)

এখানে ‘রুকুকারীদের সঙ্গে রুকু’ মানে জামাতে নামাজ পড়াকে বোঝানো হয়েছে। মহানবী (স.) জামাতে নামাজ আদায়ে গাফিলতির ব্যাপারে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যে ব্যক্তি আজান শুনল এবং তার কোনো অপারগতা না থাকা সত্ত্বেও জামাতে উপস্থিত হলো না, তার সালাত হবে না।’ (ইবনে মাজাহ: ৭৯৩)


বিজ্ঞাপন


তবে যদি কেউ কোনো কারণে মসজিদে যেতে না পারে তাহলে বাসায় স্ত্রী সন্তানকে নিয়ে জামাতে নামাজ আদায় করা জায়েজ আছে। সেক্ষেত্রে জামাতে যদি কোনো পুরুষ না থাকে তাহলে ইমাম সাহেব স্বামী নিজেই ইকামত দিয়ে নামাজ আদায় করবেন। (রদ্দুল মুহতার: ১/৫৭২)

কারণ, বিশুদ্ধ বর্ণনামতে, নারীদের জন্য আজান-ইকামত নেই। হজরত ইবনে উমর (রা.) থেকে এক বর্ণনায় রয়েছে, তিনি বলেছেন, ليس على النساء أذان ولا إقامة ‘মহিলাদের জন্য আজান ও ইকামত নেই।’ (সুনানে কুবরা লিল বায়হাকি,ইবনে হাজার আসকালানি আত তালখিসুল হাবির গ্রন্থে এটিকে সহিহ বলেছেন: ১/৫২১)

শায়েখ আব্দুল্লাহ বিন বায (রহ.) বলেন, لا يشرع للمرأة أن تؤذن أو تقيم في صلاتها إنما هذا من شأن الرجال، أما النساء فلا يشرع لهن أذان ولا إقامة بل يصلين بدون أذان ولا إقامة، وعليهن العناية بالوقت ‘মহিলাদের নামাজের জন্য আজান ও ইকামত কোনটাই শরিয়তসম্মত নয়। এগুলো পুরুষদের কাজ। বরং তারা আজান ইকামত ছাড়াই নামাজ আদায় করবে। তারা নামাজের সময়ের দিকে খেয়াল রাখবে।’ (বিন বায রহ. এর অফিসিয়াল ওয়েব সাইট)

সুতরাং মহিলাদের নামাজের জন্য আজান ও ইকামত নেই—তারা নিজেরা জামাতে নামাজ আদায় করুক অথবা একাকী করুক। তাদের আজান-ইকামত দেওয়া মাকরুহ। এ ব্যাপারে জমহুর বা অধিকাংশ আলেম একমত। হাদিসে এসেছে, উম্মুল মুমিনিন আয়েশা (রা.) বলেন- كنا نصلي بغير إقامة ‘আমরা ইকামত ছাড়া নামাজ আদায় করতাম।’ (সুনানে বায়হাকি: ২/১১৭) 


বিজ্ঞাপন


তাই ফুকাহায়ে কেরামদের মতে, স্বামী-স্ত্রী জামাতে নামাজ পড়লে স্বামী ইকামত দেবেন, একইসঙ্গে ইমামতিও করবেন। পেছনে স্ত্রী শুধু ইমামকে অনুকরণ করবেন।

(তথ্যসূত্র: বাদায়েউস সানায়ে: ১/৩৭৬; ফতোয়ায়ে খানিয়া: ১/৭৮; ফাতহুল কাদির: ১/২১৯; ফতোয়ায়ে হিন্দিয়া: ১/৫৩)

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর