সৌদি আরবে পবিত্র কোরআন ও আজান দুই ক্যাটাগরিতে পৃথিবীর সর্ববৃহৎ আন্তর্জাতিক প্রতিযোগিতার নিবন্ধন শুরু হয়েছে। ৪ জানুয়ারি থেকে আতর আল-কালাম আয়োজিত এই প্রতিযোগিতার নিবন্ধন কার্যক্রম চলছে বলে জানিয়েছেন সৌদির জেনারেল এন্টারটেইনম্যান্ট অথোরিটির (জিইএ) মহাপরিচালক তুর্কি আল-শেখ।
এবারই প্রথম আজানের পাশাপাশি পবিত্র কোরআন নিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। কোরআন ও আজান নিয়ে এটিই পৃথিবীর সর্ববৃহৎ প্রতিযোগিতা। দুই ক্যাটাগরিতে সর্বমোট ২০ প্রতিযোগীকে ১২ মিলিয়ন সৌদি রিয়াল (প্রায় ৩৩ কোটি তিন লাখ ৫৮ হাজার টাকা) পুরস্কার দেওয়া হবে।
বিজ্ঞাপন
আসন্ন রমজান মাসে এমবিসি টিভি চ্যানেল ও শাহিদ অ্যাপে তা সরাসরি সম্প্রচার করা হবে, প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রথমে ওয়েবসাইটে (https://otrelkalam.com/en/) নিবন্ধন করতে হবে। এরপর অডিও ক্লিপ আপলোড করতে হবে, যা বিচারকরা নিরীক্ষা করবেন, অতঃপর তিন ধাপে বাছাইয়ের পর চূড়ান্ত প্রতিযোগীদের নির্বাচন করা হবে, চূড়ান্ত প্রতিযোগিতা সরাসরি টিভিতে সম্প্রচার করা হবে।
বিশ্বব্যাপী ইসলামের সহনশীলতা, সাংস্কৃতিক ঐতিহ্য ও ধর্মীয় শিক্ষা ছড়িয়ে দেওয়াই হবে এই প্রতিযোগিতার প্রধান লক্ষ্য। তাই বিশ্বের সব দেশ থেকে সৃজনশীল প্রতিভাবানদের এ প্রতিযোগিতায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। ২০২২ সালের রমজান মাসে জিইএর তত্ত্বাবধানে আতর আল-কালাম প্রথমবার এই প্রতিযোগিতার আয়োজন করে, এতে ৮০টি দেশ থেকে ৪০ হাজারের বেশি প্রতিযোগী অংশ নেয়।
সূত্র: আরব নিউজ

