রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ঢাকা

রমজানে ওমরা পালনে ইচ্ছুকদের জন্য দুঃসংবাদ: খরচ বাড়ছে তিনগুণ

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৬, ০৪:৫০ পিএম

শেয়ার করুন:

রমজানে ওমরা পালনে ইচ্ছুকদের জন্য দুঃসংবাদ: খরচ বাড়ছে তিনগুণ

আসন্ন রমজান মাসে ওমরা পালনের পরিকল্পনা করছেন যারা, তাদের জন্য বড় দুঃসংবাদ দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের ট্রাভেল এজেন্সিগুলো। রমজান যত ঘনিয়ে আসছে, ওমরা প্যাকেজের খরচ ততই আকাশচুম্বী হচ্ছে। ভ্রমণসেবা সংশ্লিষ্টরা সতর্ক করে জানিয়েছেন, দ্রুত বুকিং না দিলে খরচ দুই থেকে তিনগুণ পর্যন্ত বেড়ে যেতে পারে।

রোববার (১৮ জানুয়ারি) সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।


বিজ্ঞাপন


প্রতিবেদনে বলা হয়, রমজান মাসে পবিত্র মক্কা ও মদিনায় লাখ লাখ মুসল্লির সমাগম ঘটে। ফলে এই সময়ে পরিবহন এবং আবাসন ব্যয় অস্বাভাবিক হারে বৃদ্ধি পায়। বিশেষ করে মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীর কাছাকাছি মানের হোটেলগুলোর ভাড়া কয়েকগুণ বেড়ে যায়।

প্যাকেজের সম্ভাব্য খরচ

আরব আমিরাতের ওমরা অপারেটরদের তথ্যমতে, বর্তমানে সড়কপথে (বাসে) ওমরা প্যাকেজের খরচ জনপ্রতি প্রায় ১ হাজার ২০০ দিরহাম। তবে আগামী কয়েক দিনের মধ্যেই তা বেড়ে ১ হাজার ৪০০ দিরহামে পৌঁছাতে পারে। আর রমজান শুরু হলে এই খরচ ২ হাজার দিরহাম ছাড়িয়ে যাবে।

আরও পড়ুন: ওমরা করার জন্য মক্কায় কত দিন থাকতে হয়?


বিজ্ঞাপন


অন্যদিকে আকাশপথে ওমরা যাত্রীদের গুণতে হবে আরও চড়া দাম। বর্তমানে বিমানভাড়াসহ ওমরাহ প্যাকেজ ৩ হাজার ৫০০ দিরহাম থেকে শুরু হলেও, রমজানে তা ৫ হাজার ২০০ দিরহাম ছাড়িয়ে যেতে পারে। অপারেটররা জানিয়েছেন, রমজানের শেষ দশকে এই খরচ ৮ হাজার দিরহাম পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা রয়েছে।

কেন বাড়ছে খরচ?

গালফ হলিডেজ-এর ম্যানেজিং ডিরেক্টর এবং অন্য ট্রাভেল এজেন্টদের বিশ্লেষণে দেখা গেছে, বিমানের টিকিটের দাম কিছুটা স্থিতিশীল থাকলেও হোটেল ভাড়াই মূলত খরচ বাড়ার প্রধান কারণ। হারাম শরিফ থেকে হাঁটা দূরত্বে অবস্থিত হোটেলগুলোর চাহিদা তুঙ্গে থাকায় রমজানে ভাড়া দ্বিগুণ এবং শেষ দশ দিনে তিনগুণ পর্যন্ত বেড়ে যায়।

অনেক ওমরা যাত্রী শেষ মুহূর্তে কম দামের আশায় বুকিং ফেলে রাখেন। কিন্তু রমজানের মতো পিক সিজনে হোটেল ও বিমানের আসন দ্রুত শেষ হয়ে যায় বলে শেষমেশ তাদের চড়া দামেই প্যাকেজ কিনতে হয়।

আরও পড়ুন: যে আমলকে ধনীদের হজ-ওমরা-সদকার চেয়ে উত্তম বলেছেন নবীজি

সতর্কতা ও সময়সীমা

হজ মৌসুমের প্রস্তুতির অংশ হিসেবে ওমরা ভিসার সময়সীমাও এবার কঠোরভাবে মানা হবে। সংশ্লিষ্টরা জানান, আগামী ১৭ মার্চের পর আর ওমরা ভিসার আবেদন গ্রহণ করা হবে না। ভিসা প্রাপ্তদের অবশ্যই ২ এপ্রিলের মধ্যে সৌদি আরবে প্রবেশ করতে হবে এবং ১৮ এপ্রিলের মধ্যে আবশ্যিকভাবে সৌদি আরব ত্যাগ করতে হবে।

তাই অতিরিক্ত খরচ এড়াতে এবং নির্বিঘ্নে ইবাদত পালন করতে আগ্রহীদের এখনই ওমরা পরিকল্পনা চূড়ান্ত করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর