দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি প্রবাসীদের জীবনমান উন্নয়ন ও বিভিন্ন সংকট নিরসনের লক্ষ্যে বিশেষ কর্মশালার আয়োজন করতে যাচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। ‘রেমিটেন্স যোদ্ধাদের গাইডলাইন কর্মশালা’ শীর্ষক এই আয়োজনটি অনুষ্ঠিত হবে আগামী ৯ জানুয়ারি ২০২৬ (শুক্রবার)।
আয়োজকদের মতে, দেশের অর্থনীতি প্রবাসীদের শ্রম ও ত্যাগের ওপর দাঁড়িয়ে থাকলেও, তারাই সমাজে সবচেয়ে বেশি অবহেলিত। সঠিক দিকনির্দেশনা, সচেতনতা এবং প্রশিক্ষণের অভাবে প্রবাস জীবনে তারা নানামুখী সমস্যার সম্মুখীন হন। এসব সমস্যা সমাধানে সরকারি-বেসরকারি পর্যায়ে উদ্যোগের ঘাটতি রয়েছে। এই শূন্যতা পূরণের লক্ষ্যেই আস-সুন্নাহ ফাউন্ডেশন প্রবাসী এবং বিদেশগামীদের জন্য এই প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে।
বিজ্ঞাপন
কর্মশালার বিষয়বস্তু
অর্ধদিনব্যাপী এই কর্মশালায় সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞগণ ৭টি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করবেন। বিষয়গুলো হলো-
১. প্রবাসে স্বাস্থ্য ঝুঁকি ও সচেতনতা।
২. প্রতিকূল পরিবেশে ঈমান, চরিত্র ও মুসলিম আইডেন্টিটি রক্ষা।
৩. প্রবাস জীবনে মানসিক স্বাস্থ্য সুরক্ষা।
৪. সঠিক অর্থব্যবস্থাপনা ও নিরাপদ ভবিষ্যৎ।
৫. প্রবাস জীবনে আইনি সুরক্ষা ও শৃঙ্খলা।
৬. প্রবাসীদের জন্য সরকারি সুযোগ-সুবিধা।
৭. পরিবার-ব্যবস্থাপনা ও রিমোট প্যারেন্টিং।
আরও পড়ুন: ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের সিদ্ধান্ত নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ
কারা অংশগ্রহণ করতে পারবেন
যেসব প্রবাসী বর্তমানে ছুটিতে দেশে অবস্থান করছেন অথবা যারা প্রবাসে যাওয়ার জন্য ভিসা হাতে পেয়েছেন, তারা সরাসরি আফতাবনগরের আস-সুন্নাহ অডিটোরিয়ামে উপস্থিত হয়ে এই কর্মশালায় অংশ নিতে পারবেন। এছাড়া দেশের বাইরে অবস্থানরত প্রবাসীদের জন্য অনলাইনে যুক্ত হওয়ার সুযোগ রাখা হয়েছে।
সময় ও স্থান
কর্মশালাটি শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।
স্থান: আস-সুন্নাহ অডিটোরিয়াম, প্লট: ৬২-৬৪, রোড: ৩, ব্লক: এ, আফতাবনগর, ঢাকা।
আরও পড়ুন: 'ঘরে ঘরে ওসমান হাদির প্রয়োজন, তারা আধিপত্যবাদের কবর রচনা করবে'
রেজিস্ট্রেশন ও আবেদনের সময়সীমা
আগ্রহী প্রবাসীদের গুগল ফরম পূরণের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। আবেদনের শেষ সময় ৪ জানুয়ারি ২০২৬। আস-সুন্নাহ ফাউন্ডেশন আশা প্রকাশ করেছে, এই প্রশিক্ষণ প্রবাসীদের জীবন ও ভবিষ্যৎ পরিকল্পনায় নতুন দিগন্ত উন্মোচন করবে।

