রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের সিদ্ধান্ত নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৫, ০৮:১৫ পিএম

শেয়ার করুন:

এবতেদায়ি মাদরাসা জাতীয়করণের সিদ্ধান্ত নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

মাদরাসা শিক্ষাবোর্ডের নিবন্ধনভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে—সরকারের এমন সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন জনপ্রিয় ইসলামি আলোচক ও আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে তিনি বলেন, ‘অবশেষে মাদরাসা শিক্ষাবোর্ডের নিবন্ধনভুক্ত সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা পর্যায়ক্রমে জাতীয়করণের সিদ্ধান্ত হয়েছে।’


বিজ্ঞাপন


‘বিলম্বে হলেও সরকার সুবিবেচনার পরিচয় দিয়েছে। এজন্য সংশ্লিষ্টদের সাধুবাদ জানাই।’

আরও পড়ুন: মাহফিলের নামে অপ্রয়োজনীয় শব্দ সন্ত্রাস থামাতে হবে: শায়খ আহমাদুল্লাহ

এর আগে (২৬ জানুয়ারি) আরেক পোস্টে শায়খ আহমাদুল্লাহ সরকারের প্রতি ইবতেদায়ি শিক্ষকদের প্রতি সুবিচার ও জাতির ৪০ বছরের ভুল শুধরে নেয়ার আহ্বান জানান। চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলনরত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ভাত দেবার মুরোদ নেই, কিল দেবার গোসাই। স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার ক্ষেত্রে এই জিনিসটাই ঘটছে বিগত ৪০ বছর ধরে। সিলেবাস, কারিকুলাম, নীতিমালা- সরকার সবই চাপিয়ে দিচ্ছে। কিন্তু ন্যূনতম জীবন ধারণের মতো বেতনটুকুও দিচ্ছে না।

তিনি আরও বলেছেন, সম্মানীয় শিক্ষকরা যখন অভাব-অনটনের কাছে হার মানেন, একান্ত মানবিক ও যৌক্তিক দাবি আদায়ের জন্যও রাস্তায় নামতে বাধ্য হন, এটা জাতি হিসেবে আমাদের জন্য লজ্জার।


বিজ্ঞাপন


উল্লেখ্য, গত রোববার (২৬ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সুপারিশের আলোকে প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের ঘোষণাসহ ছয় দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেয় স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট।

আরও পড়ুন: সম্প্রীতিতে বাংলাদেশ এগিয়ে থাকার কারণ ব্যাখ্যা করলেন শায়খ আহমাদুল্লাহ

অবস্থান কর্মসূচি থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি দেওয়ার ঘোষণাও দেন তারা। এরপর তারা জাতীয় প্রেস ক্লাব থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে শাহবাগ থানার সামনে পৌঁছালে পুলিশ জলকামান নিক্ষেপ করে। এরপর দুটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। এ ঘটনায় বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলেও দাবি করেছিলেন আন্দোলনকারীরা।

দাবি আদায়ে গত রোববার (২৬ জানুয়ারি) থেকে শাহবাগ টিএসসি সংলগ্ন মধ্যবর্তী সড়কে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন ইবতেদায়ি শিক্ষকরা।

আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) দাবি পূরণের আশ্বাস পেয়ে তারা কর্মসূচি প্রত্যাহার করেন। মন্ত্রণালয় তাদের ছয় দফা দাবি নীতিগতভাবে গ্রহণ করেছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এস এম মাসুদুল হক। সবিচালয়ে সংবাদ সম্মেলনে মাসুদুল হক বলেন, ইবতেদায়ি শিক্ষকদের ছয় দফা দাবি নীতিগতভাবে গ্রহণ করেছে মন্ত্রণালয়। এটি নিয়ে কাজ চলছে। এর সঙ্গে আরও বিষয়ও যোগ করা হয়েছে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর