সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফরজ গোসলে নারীদের চুল ধোয়ার বিধান

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫, ০৯:০০ পিএম

শেয়ার করুন:

ফরজ গোসলে নারীদের চুল ধোয়ার বিধান

ফরজ গোসল আদায়ের ক্ষেত্রে শরীরের প্রতিটি বাহ্যিক অংশে পানি পৌঁছানো আবশ্যক। নারীদের ক্ষেত্রে চুল ধোয়ার বিষয়টি অনেক সময় বিভ্রান্তির সৃষ্টি করে। এ বিষয়ে কোরআন, হাদিস ও ফিকহের আলোকে স্পষ্ট দিকনির্দেশনা নিচে তুলে ধরা হলো।

ফরজ গোসলের মৌলিক বিধান

গোসল ফরজ হওয়ার পর পুরো শরীর পানি দিয়ে ধৌত করা আবশ্যক। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন- ‘যদি তোমরা অপবিত্র হও, তবে ভালোভাবে পবিত্রতা অর্জন করো।’ (সুরা মায়েদা: ৬)

ফরজ গোসলের মূল ফরজগুলোর একটি হলো- শরীরের প্রতিটি বাহ্যিক অংশে পানি পৌঁছানো। এর মধ্যে মাথার চুল এবং চুলের গোড়াও অন্তর্ভুক্ত। চুল, পশম বা দাড়ির নিচে যে ত্বক ঢাকা থাকে, সেখানেও পানি পৌঁছানো জরুরি।

নারীদের চুল ধোয়ার ক্ষেত্রে মূল বিধান

নারীদের চুল ধোয়ার বিধান নির্ভর করে চুল খোলা আছে নাকি শক্তভাবে বাঁধা (বেণি বা খোঁপা) এর ওপর।


বিজ্ঞাপন


আরও পড়ুন: যেসব মাসয়ালা নারীদের জানা জরুরি 

১. চুল খোলা থাকলে

নারীর চুল যদি খোলা থাকে, তাহলে গোসলের সময় চুলের গোড়া থেকে আগা পর্যন্ত সম্পূর্ণ চুল ভিজিয়ে ধোয়া ফরজ। চুলের কোনো অংশ শুকনো থেকে গেলে গোসল শুদ্ধ হবে না। ফিকহের ভাষায়- চুল খোলা থাকলে পুরো চুল ধৌত করা ফরজ; এ বিষয়ে আলেমদের মধ্যে কোনো মতভেদ নেই। (শরহু মুশকিলিল আসার: ৩৮৫৪)

২. চুল শক্তভাবে বেণি বা খোঁপা বাঁধা থাকলে

নারীর চুল যদি শক্তভাবে বেণি বা খোঁপা করা থাকে এবং তা খুলে গোসল করা কষ্টকর হয় (যেমন ঘন ও লম্বা চুল), তাহলে খোঁপা বা বেণি খুলে সম্পূর্ণ চুল ধোয়া ফরজ নয়। এ ক্ষেত্রে শুধু চুলের গোড়ায় পানি পৌঁছানোই যথেষ্ট। এ বিষয়ে সাহাবিয়া হজরত উম্মে সালামা (রা.)-এর একটি স্পষ্ট হাদিস রয়েছে। তিনি বলেন, ‘আমি রাসুলুল্লাহ (স.)-কে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসুল! আমি আমার চুল শক্তভাবে বেণি করি। ফরজ গোসলের সময় কি বেণি খুলতে হবে? তিনি বললেন, না। তোমার জন্য যথেষ্ট হলো- মাথায় তিন আজলা পানি ঢেলে দেওয়া এবং পুরো শরীরে পানি প্রবাহিত করা। তাহলেই তুমি পবিত্র হয়ে যাবে।’ (সহিহ মুসলিম: ২৩০)

এই হাদিস থেকে বোঝা যায়, কষ্ট ও অসুবিধা বিবেচনায় নারীদের জন্য শরিয়তে সহজতা রাখা হয়েছে।

আরও পড়ুন: যেসব কারণে গোসল ফরজ হয়

ফিকহে হানাফির অভিমত

হানাফি ফিকহের প্রসিদ্ধ গ্রন্থ আল বাহরুর রায়েক এ বলা হয়েছে- ‘নারীদের চুলে খোঁপা বা বেণি বাঁধা থাকলে এবং তা খুলে ভিজানো কষ্টকর হলে খোঁপা থাকা অবস্থায় চুলের গোড়ায় পানি পৌঁছানোই যথেষ্ট। তবে চুলে খোঁপা না থাকলে পুরো চুল ধোয়া সর্বসম্মতিক্রমে ফরজ।’ (আল বাহরুর রায়েক: ১/৫৪)

এভাবে গোসল করলে শরীর ও মন উভয়ই পবিত্র হয় এবং ইসলামের পরিচ্ছন্নতার আদর্শ পূর্ণভাবে অনুশীলিত হয়।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর