দোয়া ইসলামে একটি মর্যাদাপূর্ণ ইবাদত। এটি বান্দার নৈকট্য অর্জনের মাধ্যম। রাসুলুল্লাহ (স.) বলেন, ‘দোয়াই ইবাদতের মূল।’ (তিরমিজি: ৩৩৭১) অনেক সময় বান্দা দোয়া করার পরও প্রত্যক্ষ ফলাফল দেখতে পায় না; অর্থাৎ দোয়া কবুলে বিলম্ব হয়। এমন পরিস্থিতিতে হতাশ না হয়ে আল্লাহর প্রজ্ঞার প্রতি আস্থা রাখা এবং দোয়া চালিয়ে যাওয়াই মুমিনের কর্তব্য।
দোয়ার মর্যাদা
আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ‘তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব।’ (সুরা মুমিন: ৬০)
এই আয়াত দোয়ার গুরুত্ব ও আল্লাহর প্রতিশ্রুতির স্পষ্ট প্রমাণ।
রাসুলুল্লাহ (স.) বলেন, ‘আল্লাহর নিকট দোয়ার চেয়ে অধিক সম্মানিত কোনো কিছু নেই।’ (ইবনে মাজাহ: ৩৮২৯)
এতে প্রতিফলিত হয়, দোয়া শুধু প্রার্থনা নয়, এটি আল্লাহর নৈকট্যের একটি মর্যাদাপূর্ণ মাধ্যম।
তাকদির পরিবর্তনে দোয়ার শক্তি
রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘দোয়া ব্যতীত অন্য কোনোকিছুই ভাগ্যের পরিবর্তন করতে পারে না এবং সৎকাজ ব্যতীত অন্য কোনোকিছুই হায়াত বাড়াতে পারে না।’ (তিরমিজি: ২১৩৯)
হাদিসে আরও বর্ণিত হয়েছে, ‘কোনো কোনো দুর্দশার সঙ্গে মোকাবিলা করে বিচার দিন পর্যন্ত লড়াই করতে থাকে দোয়া।’ (তাবরানি আউসাত: ১৫১৯)
বিজ্ঞাপন
আরও পড়ুন: দোয়ার অপার শক্তি, বান্দার প্রতিটি ডাকে আল্লাহর সাড়া
দোয়া কবুলে বিলম্ব: আল্লাহর তিনটি প্রতিশ্রুতি
দোয়া কখনো বিফল হয় না। রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘কোনো মুসলিম পাপাচার বা আত্মীয় সম্পর্ক ছিন্ন করার দোয়া ছাড়া যেকোনো দোয়া করলে আল্লাহ তাকে তিনটি জিনিসের যেকোনো একটি দান করেন—১. হয় দ্রুত তার দোয়া কবুল করেন অথবা ২. তা পরকালের জন্য সঞ্চিত রাখেন অথবা ৩. কোনো ক্ষতি (বিপদাপদ, সমস্যা ইত্যাদি) অপসারণ করেন।’ (আল আদাবুল মুফরাদ: ৭১০, মুসনাদে আহমদ: ১১১৩৩)
দোয়া কবুলে বিলম্ব হলে করণীয়
১. আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা: দোয়া দ্রুত কবুল না হলে প্রথম করণীয় হলো আল্লাহর ইচ্ছা ও সিদ্ধান্তের প্রতি সন্তুষ্ট থাকা। আল্লাহই জানেন কোনটি কখন আমাদের জন্য কল্যাণকর। আল্লাহ তাআলা বলেন, ‘আর অবশ্যই তোমরা এমন বহু কিছু অপছন্দ করো, যা তোমাদের জন্য কল্যাণকর। আর অবশ্যই এমন বহু কিছু পছন্দ করো, যা তোমাদের জন্য ক্ষতিকর। প্রকৃতপক্ষে আল্লাহ সব কিছু জানেন; কিন্তু তোমরা জানো না।’ (সুরা বাকারা: ২১৬)
সুফিয়ান সাওরি (রহ.) বলেন, ‘বান্দাকে না দেওয়াটাও একটি দান; এটি তাকে খারাপ কাজ থেকে বিরত রাখে এবং কল্যাণের দিকে পরিচালিত করে।’ (মাদারিজুস সালিকিন: ২/২১৫)
২. ধৈর্য ধারণ ও অবিচল থাকা: দোয়া কবুলে বিলম্ব হলেও মুমিনকে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ‘আর আমি তোমাদের মন্দ ও ভালো দ্বারা পরীক্ষা করে থাকি এবং আমার কাছেই তোমরা প্রত্যাবর্তিত হবে।’ (সুরা আম্বিয়া: ৩৫)
রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘মুমিনের সব বিষয়ই কল্যাণময়। তারা সুখ-শান্তি লাভ করলে শুকর-গুজার করে আর অস্বচ্ছলতা বা দুঃখ-মুসীবাতে আক্রান্ত হলে সবর করে, প্রত্যেকটাই তার জন্য কল্যাণকর।’ (মুসলিম: ২৯৯৯)
আরও পড়ুন: সবসময় এই ৫ দোয়া করুন, একটি কবুল হলেও জীবনে আর কিছু লাগবে না
৩. দোয়া কবুল না হওয়ার কারণ অনুসন্ধান: দোয়া কখনো কখনো হারাম উপার্জন, গুনাহ বা অন্যের ক্ষতির জন্য করা হলে কবুল হয় না। তাই নিজেকে পাপকাজ থেকে বিরত রাখা জরুরি। আল্লাহ তাআলা বলেন, ‘বস্তুত যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য কর্ম সহজ করে দেন।’ (সুরা তাহরিম: ৪)
৪. দোয়ায় মনোযোগ ও নিষ্ঠা বৃদ্ধি করা: মনোযোগ ও নিষ্ঠা ছাড়া দোয়া সঠিকভাবে আদায় হয় না। রাসুলুল্লাহ (স.) বলেন, ‘জেনে রেখো, আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন না যা করা হয় অসচেতন অন্তরে।’ (তিরমিজি: ৩৪৭৯)
৫. আল্লাহর ভালোবাসার নিদর্শন হিসেবে গ্রহণ করা: দোয়া কবুলে বিলম্ব কখনো কষ্ট দেয়, কিন্তু এটি আল্লাহর পরীক্ষা ও ভালোবাসার নিদর্শন। রাসুলুল্লাহ (স.) বলেন, ‘যখন আল্লাহ কোনো বান্দার মঙ্গল সাধনের ইচ্ছা করেন, তখন তাকে পরীক্ষায় ফেলেন। যে এতে সন্তুষ্ট থাকে, তার জন্য আল্লাহও সন্তুষ্ট থাকেন।’ (তিরমিজি: ২৩৯৬)
দোয়া কবুলের সহায়ক আমল
- সেজদায় দোয়া করা
- আজানের সময় ও বৃষ্টির সময় দোয়া করা
- তাহাজ্জুদের সময় দোয়া করা
- জুমার দিন আছরের পর
- হারাম খাদ্য ও পানীয় বর্জন করা
- হালাল রুজি ও নৈতিক জীবনের প্রতি যত্নবান হওয়া
- দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা ও রাসুলের উপর দরুদ পাঠ করা
- বিনয় ও নিষ্ঠার সঙ্গে দোয়া করা
- নিয়মিত দোয়া চালিয়ে যাওয়া
দোয়া কবুলে বিলম্ব আল্লাহর বিশেষ প্রজ্ঞার অংশ। এটি বান্দার ধৈর্য, আস্থা ও নিষ্ঠার পরীক্ষা। মুমিনের কর্তব্য হলো- দোয়া চালিয়ে যাওয়া, আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা এবং নিজের ভুলগুলো সংশোধন করা। আল্লাহ আমাদের চেয়েও ভালো জানেন কখন কী আমাদের জন্য কল্যাণকর। তিনি দোয়াকে কখনো উপেক্ষা করেন না; বরং তার উত্তম প্রতিদান দিয়ে থাকেন; হয় দুনিয়ায়, নয়তো আখেরাতের জন্য সঞ্চয় করে রাখেন।
আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি দোয়া করার তাওফিক দান করুন এবং তাঁর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকার শক্তি দান করুন। আমিন।

