মসজিদে নববীতে পবিত্র কোরআন ও ক্বিরাত শিক্ষাদানের ক্ষেত্রে এক উজ্জ্বল নক্ষত্র এবং প্রবীণ শিক্ষক শায়খ বশির বিন আহমেদ সিদ্দিক গতকাল ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মদিনার হারামের আনুষ্ঠানিক ফেসবুক পেজ ‘ইনসাইড দ্য হারামাইন’ এই দুঃখসংবাদ নিশ্চিত করে একটি শোকবার্তা প্রকাশ করেছে।
প্রায় ছয় দশক ধরে শাইখ বশির তার জীবন উৎসর্গ করেছিলেন রাসুল (স.)-এর মসজিদে কোরআনের খেদমতে। তিনি সেখানে অগণিত শিক্ষার্থীকে কোরআনের জ্ঞান ও তেলাওয়াত শিখিয়েছেন, যাদের মধ্যে রয়েছেন মসজিদে হারাম ও মসজিদে নববীর সাবেক এবং বর্তমান ইমামগণ।
বিজ্ঞাপন
তার উল্লেখযোগ্য কিছু শাগরেদের মধ্যে রয়েছেন
- শায়খ মুহাম্মদ আইয়ুব ও শায়খ আলি জাবের (মসজিদে হারামের সাবেক ইমাম)
- শায়খ মুহাম্মদ আল মুখতার আশ শানকিতি (সিনিয়র আলেম পরিষদের সদস্য)
- শায়খ আবদুল মুহসিন আল কাসিম ও শায়খ সালাহ আল বুদাইর (মসজিদে নববীর বর্তমান ইমাম)
তাকে মসজিদে নববীতে কোরআনি শিক্ষার একটি ভিত্তিপ্রস্তর হিসেবে গণ্য করা হয়। তিনি রেখে গেছেন জ্ঞানের এক সমৃদ্ধ উত্তরাধিকা এবং এমন সব শিষ্য যারা পুরো মুসলিম বিশ্বে কোরআনের খেদমত করে যাচ্ছেন।
ইনসাইদ দ্য হারামাইনের পোস্টে মহান আল্লাহর কাছে দোয়া করা হয়েছে- ‘আল্লাহ তায়ালা শায়খ বশির বিন আহমেদ সিদ্দিককে তার অসীম রহমত দান করুন, পবিত্র কোরআনের প্রতি তার দশকব্যাপী খেদমত কবুল করুন এবং তাকে সৎকর্মশীলদের মধ্যে উচ্চ মর্যাদা দান করুন।’
বিজ্ঞাপন
শায়খ বশিরের ইন্তেকালে বিশ্বব্যাপী তার ছাত্র ও ভক্তদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

