শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কবরস্থানের ওপর মসজিদ নির্মাণ: নামাজের বিধান কী

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৯ পিএম

শেয়ার করুন:

কবরস্থানের ওপর মসজিদ নির্মাণ: নামাজের বিধান কী

ইসলামে মসজিদ নির্মাণ একটি মহান ইবাদত। তবে কবরস্থানে মসজিদ নির্মাণ ও নামাজ আদায়ের বিষয়টি শরিয়তের সুনির্দিষ্ট বিধিনিষেধের আওতাভুক্ত। অনেকের মনেই প্রশ্ন জাগে- কবরস্থানের ওপর বা পাশে নির্মিত মসজিদে নামাজ পড়া জায়েজ কি না? এই লেখায় কোরআন-হাদিস ও ফিকহের দলিলের আলোকে এ বিষয়ে স্পষ্ট দিকনির্দেশনা উপস্থাপন করা হবে।

কবরস্থানে মসজিদ নির্মাণের শরয়ি বিধান

১. পুরাতন কবরস্থানে মসজিদ নির্মাণ

যদি কবরস্থানটি এত পুরাতন হয়ে যায় যে, মৃতদের দেহ মাটির সাথে সম্পূর্ণভাবে মিশে গেছে (হাড় পচে গেছে), তবে সেখানে মসজিদ নির্মাণ জায়েজ। ফতোয়ার কিতাবাদিতে উল্লেখ রয়েছে- ‘যদি মুসলিমদের কোনো কবরস্থান পুরাতন হয়ে যায় (মৃতদেহ মাটির সাথে মিশে যায়), তবে সেখানে মসজিদ নির্মাণে কোনো সমস্যা নেই।’ (উমদাতুল ক্বারি: ৪/১৭৯)

কিন্তু নতুন কবরে জায়েজ নেই। কেননা রাসুল (স.) কবর চুনকর্ম করতে, তার উপর বসতে ও তার উপর (কোনো কিছু) নির্মাণ করতে নিষেধ করেছেন। (সহিহ মুসলিম: ৯৭০)

আরও পড়ুন: যে ১১ বদভ্যাসের কারণে কবরে আজাব হয়


বিজ্ঞাপন


২. কবরস্থানের পাশে মসজিদ নির্মাণ

কবরস্থানের সংলগ্ন স্থানে মসজিদ নির্মাণ এবং সেখানে নামাজ পড়া জায়েজ। এতে কোনো বাধা নেই, যতক্ষণ পর্যন্ত মসজিদটি সরাসরি কবরের ওপর নির্মিত না হয়। নবীজি (স.)-এর মসজিদ নির্মাণের সময় জায়গাটিতে মুশরিকদের কবর ছিল। তিনি নির্দেশ দিয়ে সেসব কবর সরানো হয়েছিল। হাদিসে বর্ণিত হয়েছে- আনাস (রা.) বলেন, নবীজি (স.)-এর মসজিদের জায়গায় মুশরিকদের কবর, ভগ্নাবশেষ ও খেজুরগাছ ছিল। তিনি কবরগুলো খুলে ফেলতে, ভগ্নাবশেষ সমতল করতে এবং গাছ কেটে সাজিয়ে রাখতে নির্দেশ দেন। (সহিহ বুখারি: ৪২৮)

এই হাদিস প্রমাণ করে, কবর থাকলে তা সরিয়ে ফেলে মসজিদ নির্মাণ করা যায়। কিন্তু যদি কবর পুরাতন হয়ে যায় (দেহ মিশে গেছে), তবে তা সরানোর প্রয়োজন নেই।

আরও পড়ুন: কবর বা আলমে বরজখ কেমন জগত?

কবরের ওপর মসজিদ নির্মাণের শর্ত

  • কবর পুরাতন হতে হবে (দেহ মাটির সাথে মিশে গেছে)।  
  • নতুন কবরের ওপর মসজিদ নির্মাণ নাজায়েজ
  • কবরস্থান যদি ব্যবহারের অযোগ্য হয়ে যায় এবং সেখানে দাফন বন্ধ থাকে, তবে তা মসজিদে রূপান্তর করা যায়।  
    (রদ্দুল মুহতার, ২/১৪৫-১৪৬)

সতর্কতা

কবরকে মসজিদে রূপান্তর করা বা সেখানে নামাজ পড়ার ক্ষেত্রে ‘শিরকের আশঙ্কা’ এড়াতে হবে।  রাসুল (স.) বলেছেন- ‘আল্লাহ ইহুদি-নাসারাদের অভিশাপ দিয়েছেন, তারা তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়েছে।’ (সহিহ বুখারি: ৪৩৪) 

তাই কবরকে পূজার স্থান বা বিশেষ ইবাদতের জায়গা বানানো থেকে সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে শরিয়তের সঠিক বুঝ দান করুন। আমিন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর