নামাজ ইসলামের দ্বিতীয় স্তম্ভ। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পাশাপাশি কিছু সুন্নত নামাজের বিশেষ ফজিলত রয়েছে। জোহরের আট রাকাত সুন্নত তেমনই একটি গুরুত্বপূর্ণ আমল, যার ফজিলতে রাসুলুল্লাহ (স.) জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা দিয়েছেন।
জোহরের সুন্নতের ফজিলত
উম্মে হাবিবা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘যে ব্যক্তি জোহরের আগে চার রাকাত এবং পরে চার রাকাত (সুন্নত) পড়বে, আল্লাহ তাআলা তার দেহ জাহান্নামের জন্য হারাম করে দেবেন।’ (মুসনাদে আহমাদ: ২৬৭৬৪, সুনানে নাসায়ি: ১৮১২)
আরও পড়ুন: সুন্নত নামাজ ঘরে পড়ার সওয়াব
এই ৮ রাকাত পড়ার নিয়ম
জোহরের ফরজ নামাজের আগের চার রাকাত সুন্নতে মোয়াক্কাদা। আর পরের চার রাকাত পড়তে হবে দুই রাকাত করে। এর মধ্যে প্রথম দুই রাকাত সুন্নতে মুয়াক্কাদা, বাকি দুই রাকাত গায়রে মুয়াক্কাদা বা নফল।
বিজ্ঞাপন
সুন্নত ছুটে গেলে করণীয়
জোহরের ফরজের আগের চার রাকাত সুন্নত নামাজ অনেক গুরুত্বপূর্ণ। ফরজ নামাজের জামাত শুরু হওয়ার কারণে কেউ এই চার রাকাত সুন্নত পড়তে না পারলে জোহরের পর দুই রাকাত সুন্নত পড়ে আগের চার রাকাত সুন্নত পড়ে নেওয়া কর্তব্য। (তিরমিজি: ২/২৯১)
আরও পড়ুন: সুন্নতে মুয়াক্কাদা ছেড়ে দিলে যা হারাবেন
জামাত শুরু হলে করণীয়
জোহরের সুন্নত পড়ার সময় জামাত শুরু হলে দুই রাকাত পরে সালাম ফিরিয়ে জামাতে শরিক হওয়া উত্তম। তবে তৃতীয় রাকাতের সময় জামাত শুরু হলে পুরো চার রাকাত সম্পূর্ণ করবেন। (বাদায়েউস সানায়ে: ১/৬৪১)
জোহরের সুন্নত নামাজের গুরুত্ব অপরিসীম। সাহাবি আমবাসা বিন আবু সুফিয়ান (রহ.) বলেন, ‘রাসুলুল্লাহ (স.)-এর কাছ থেকে এই হাদিস শোনার পর থেকে আমি কখনও এই সুন্নত ছাড়িনি।’ আল্লাহ তাআলা আমাদেরকে নিয়মিত জোহরের সুন্নত নামাজ আদায়ের তাওফিক দান করুন। আমিন।

