প্রতিদিন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের আগে-পরে ১২ রাকাত সুন্নত নামাজ রয়েছে, যেগুলো সুন্নতে মুয়াক্কাদা। এই নামাজ রাসুলুল্লাহ (স.) নিয়মিত পড়তেন। ওজরবিহীন কখনো ছাড়তেন না। আর কিছু আছে সুন্নতে জায়েদা বা নফল।
সুন্নতে মুয়াক্কাদ অধিক গুরুত্বপূর্ণ হলেও সুন্নতে জায়েদাও ফেলনা নয়। কেয়ামতের দিন কারও ফরজ নামাজে ঘাটতি থাকলে, এ নামাজ দ্বারা আল্লাহ তাআলা সেই ঘাটতি পূরণ করবেন। আল্লাহ তায়ালা ফেরেশতাদের বলবেন, ‘দেখ, আমার বান্দার কোনও নফল (নামাজ) আছে কি না।’ অতএব তার নফল নামাজ দ্বারা ফরজ নামাজের ঘাটতি পূরণ করা হবে। তারপর অন্য আমলের হিসাব গ্রহণ করা হবে।’ (সুনানে আবু দাউদ: ৭৭০, তিরমিজি: ৩৩৭, ইবনে মাজাহ: ১১৭)
বিজ্ঞাপন
আর সুন্নতে মুয়াক্কাদার ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘যে ব্যক্তি রাতে ও দিনে ১২ রাকাত নামাজ আদায় করলো, জান্নাতে তার জন্য একটি ঘর নির্মাণ করা হলো। সেগুলো হলো জোহরের (ফরজ নামাজের) পূর্বে চার রাকাত, পরে দুই রাকাত, মাগরিবের পর দুই রাকাত, ইশার পর দুই রাকাত, ফজর নামাজের পূর্বে দুই রাকাত। (তিরমিজি, কিতাবুস সালাত: ১/ ৪৪০, ৪৪৫)
আরও পড়ুন: আউয়াল ওয়াক্তে নামাজ পড়ার ফজিলত
রাসুুলুল্লাহ (স.) ফরজ নামাজ মসজিদে জামাতে আদায় করতে বলেছেন এবং সুন্নত নামাজ ঘরে পড়তে বলেছেন। এক হাদিসে রাসুল (স.) বলেছেন— ‘তোমাদের ঘরেও তোমরা কিছু নামাজ আদায় করো, নামাজ না পড়ে ঘরকে কবরে পরিণত করো না।’ (বুখারি: ৪৩২, মুসলিম, মুসনাদে আহমদ) অন্য হাদিসে এসেছে, ‘তোমরা ঘরে নামাজ আদায় করো। কেননা ফরজ নামাজ ছাড়া অন্যান্য নামাজ ঘরে আদায় করাই উত্তম। (সহিহ মুসলিম: ৭৮১)
বিজ্ঞাপন
রাসুল্লাহ (স.) নিজেও সাধারণত ঘরেই সুন্নত আদায় করতেন। আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (স.) ফজরের সুন্নত আদায় করে প্রয়োজন হলে আমার সাথে কথা বলতেন। অন্যথায় ফরজ আদায় করার জন্য মসজিদে চলে যেতেন। (জামে তিরমিজি: ৪১৮)
আরও পড়ুন: ইশরাক ও চাশতের নামাজ কখন পড়তে হয়, ফজিলত কী?
ঘরে নফল ও সুন্নত পড়ার নানাবিধ উপকার রয়েছে। যেমন—সুন্নতের অনুসরণ, শিশুদের নামাজের পদ্ধতি শিক্ষা দেওয়া, নামাজের কেরাত ও জিকিরের মাধ্যমে ঘরকে শয়তানের প্রভাবমুক্ত করা, অধিক ইখলাসের সঙ্গে নামাজ আদায় করা, লোক দেখানো নামাজ তথা রিয়া বা গোপন শিরক থেকে বেঁচে থাকা ইত্যাদি।
অবশ্য সাহাবা ও তাবেঈন থেকে সুন্নত নামাজ মসজিদে আদায় করাও প্রমাণিত আছে। তাই মসজিদেও সুন্নত আদায় করা যাবে। (শরহু মাআনিল আছার ১/২৫৫, ১/২৫৬; মুসান্নাফ ইবনে আবি শাইবা: ৬৪৭৪; বাজলুল মাজহুদ: ৬/৩৭২)
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ঘরে নফল ও সুন্নত নামাজ পড়ার তাওফিক দান করুন। হাদিসের ওপর আমল করার তাওফিক দান করুন। আমিন।

