রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নবীজির প্রিয় খাবার, পোশাক ও শখ কী ছিল?

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৬ পিএম

শেয়ার করুন:

নবীজির কি কোনো শখ ছিল? তাঁর প্রিয় খাবার বা পোশাক কী ছিল?

মহানবী (স.)-এর জীবন ছিল মানবজাতির জন্য এক অনন্য আদর্শ। তাঁর ব্যক্তিগত পছন্দ-অপছন্দ, রুচি ও অভ্যাস সবকিছুই ছিল সহজ-সরলতা, পরিমিতিবোধ এবং আল্লাহর সন্তুষ্টির উপর ভিত্তি করে। আধুনিক অর্থে তাঁর কোনো পার্থিব ‘শখ’ ছিল না, বরং তাঁর সমস্ত কাজ ছিল ইবাদত, দাওয়াত, সমাজসেবা এবং উম্মতের জন্য শিক্ষণীয়।

নবীজির শখ বা আগ্রহ

নবীজির জীবনের প্রধান আগ্রহ ছিল আল্লাহর সন্তুষ্টি অর্জন। তবে কিছু কাজ তিনি ভালোবাসতেন, যা তাঁর ব্যক্তিত্বের সরলতা প্রকাশ করে। যেমন-

পরিবারের সাথে সময় কাটানো: তিনি তাঁর স্ত্রী ও সন্তানদের সঙ্গে হাসিখুশি সময় কাটাতেন, সন্তানদের যত্ন নিতেন এবং ঘরের কাজে সাহায্য করতেন। তিনি আয়েশা (রা.)-এর সাথে দৌড় প্রতিযোগিতাও করেছেন।

শারীরিক অনুশীলন: তিনি সাহাবিদের ঘোড়দৌড়, তীরন্দাজি ও উট দৌড়ের মতো শারীরিক অনুশীলনে উৎসাহিত করতেন।

প্রকৃতি ও বাগান করা: তিনি গাছ লাগানো এবং কৃষিকাজকে ভালোবাসতেন এবং এটিকে সদকায়ে জারিয়া (চলমান দান) হিসেবে উল্লেখ করেছেন।


বিজ্ঞাপন


আল্লাহর জিকির: আল্লাহর স্মরণ ছিল তাঁর সবচেয়ে বড় প্রশান্তির উৎস। তিনি সব সময় আল্লাহর জিকিরে মগ্ন থাকতেন।

আরও পড়ুন: নবীজির চরিত্র সম্পর্কে আয়েশা (রা.) যা বলেছেন

নবীজির প্রিয় খাবার

নবীজি (স.) কোনো খাবারের প্রতি অতিরিক্ত আসক্ত ছিলেন না, তবে কিছু খাবার তিনি পছন্দ করতেন, যা হাদিস দ্বারা প্রমাণিত:

খেজুর: তিনি বলেছেন, যে ঘরে খেজুর নেই, সে ঘরের লোকেরা অভুক্ত। তিনি আজওয়া খেজুরের বিশেষ প্রশংসা করেছেন। (সহিহ মুসলিম)

সিরকা ও জাইতুনের তেল: তিনি সিরকাকে 'উত্তম তরকারি' বলেছেন। এছাড়া জাইতুন তেল খেতে ও মালিশ করতে বলেছেন, কারণ এটি বরকতময় বৃক্ষ থেকে উৎপাদিত। (আবু দাউদ, তিরমিজি)

দুধ: তিনি দুধকে মানব প্রকৃতির অনুকূল খাদ্য হিসেবে বর্ণনা করেছেন। (সহিহ বুখারি)

সারিদ: সারিদকে তিনি খাদ্যের মধ্যে শ্রেষ্ঠ বলে প্রশংসা করেছেন। (সহিহ বুখারি)

অন্যান্য: তিনি বাহুর গোশত, পনির, যবের রুটি, মধু ও মাখনও পছন্দ করতেন। খাওয়ার সময় তিনি অতিভোজন থেকে বিরত থাকতেন, ডান হাতে খেতেন এবং খাবার শুরুতে ‘বিসমিল্লাহ’ ও শেষে ‘আলহামদুলিল্লাহ’ বলতেন।

আরও পড়ুন: খাওয়ার পর দোয়া পড়ার বিস্ময়কর ফজিলত

নবীজির পোশাক

নবীজি (স.)-এর পোশাক ছিল পরিচ্ছন্ন, সাধারণ ও বিলাসিতা-মুক্ত, যা তাঁর বিনয়ী চরিত্রের প্রতিফলন:

প্রিয় রং: তিনি সাদা রঙের পোশাক পছন্দ করতেন এবং উম্মতকে সাদা পোশাক পরার উপদেশ দিয়েছেন। (সুনানে নাসায়ি)

পোশাকের ধরন: তাঁর পোশাকের তালিকায় ছিল লুঙ্গি (ইযার), চাদর (রিদা), জামা (কামিস), জুব্বা ও কম্বল। তিনি লুঙ্গি টাখনুর উপরে পরতেন এবং সবাইকে তা অনুসরণ করতে নির্দেশ দিতেন। (সহিহ বুখারি)

মাথার পোশাক: তিনি পাগড়ি এবং টুপি উভয়ই পরতেন। তিনি পাগড়ির নিচে টুপি পরতেন এবং একে মুশরিকদের থেকে নিজেদের পার্থক্য হিসেবে উল্লেখ করেছেন। (সুনানে আবু দাউদ)

উল্লেখ্য, নবীজি (স.) পায়জামা কিনেছিলেন, তবে নিজে সেটি পরেছেন এমন সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায় না। (সিরাতে মুস্তফা)

নবীজির জীবন ছিল পরিমিতি, স্বাস্থ্যসচেতনতা এবং আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায়ের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর প্রতিটি অভ্যাস আমাদের জন্য শিক্ষণীয়, যা আমাদেরকে একটি সহজ, সুস্থ ও আদর্শ জীবনযাপনের অনুপ্রেরণা দেয়।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর