সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

খাওয়ার পর দোয়া পড়ার বিস্ময়কর ফজিলত

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২৫, ০৫:২৭ পিএম

শেয়ার করুন:

খাওয়ার পর দোয়া পড়ার বিস্ময়কর ফজিলত

খাবার আল্লাহ তাআলার নেয়ামত। এই নেয়ামত ভোগ করার পর দোয়ার শিক্ষা রয়েছে হাদিসে। আর দয়াময় আল্লাহ চান, বান্দারা বিনয়ের সঙ্গে তাঁর কাছে প্রার্থনা করুক। তিনি বান্দার প্রার্থনা কবুল করতে পছন্দ করেন। ইরশাদ হয়েছে, ‘তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব।’ (সুরা গাফির: ৬০)

মুমিনের দায়িত্ব হলো—আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। প্রিয়নবী (স.) উম্মতকে বিভিন্ন সময় ও প্রেক্ষাপটে ভিন্ন ভিন্ন দোয়া শিখিয়েছেন। এর মধ্যে এমন একটি দোয়া রয়েছে, যেটি খাবারের পর পড়তে হয় এবং দোয়াটি পড়লে বান্দার অতীতের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: ঘরে প্রবেশের সময় যে দোয়া পড়তে বলেছেন নবীজি

দোয়াটি হলো— الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنِي هَذَا وَرَزَقَنِيهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّي وَلاَ قُوَّةٍ ‘আলহামদু লিল্লাহিল্লাজি আতআমানি হা-জা ওয়া রজাকানিহি মিন গাইরি হাউলিম মিন্নি ওয়ালা কুওয়্যাহ। অর্থ: ‘সব প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাকে এটা আহার করিয়েছেন এবং এটা আমাকে রিজিক দিয়েছেন—আমার তা লাভ করার প্রচেষ্টা বা শক্তি ছাড়া।

হজরত সাহাল ইবনে মুআজ ইবনে আনাস (রা.) থেকে তার পিতা সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (স.) বলেছেন, যে ব্যক্তি আহার করার পর এই দোয়া পড়ে, তার আগের সব অপরাধ ক্ষমা করা হয়। (তিরমিজি: ৩৪৫৮; ইবনে মাজাহ: ৩২৮৫)

আল্লাহ তাআলা আমাদের সবাইকে উল্লিখিত দোয়াটি নিয়মিত খাবারের পর পড়ার তাওফিক দান করুন। আমিন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর