ইসলামে দোয়া হলো ইবাদতের মগজ ও স্বতন্ত্র ইবাদত। রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘দোয়াই ইবাদত’ (তিরমিজি: ৩৩৭২)। আজ আমরা এমন একটি পরিপূর্ণ দোয়া শিখব, যা একসঙ্গে গুনাহের ক্ষমা, জীবিকার বরকত এবং ঘরের প্রশান্তি কামনা করে।
দোয়াটি কী এবং কেন গুরুত্বপূর্ণ
আরবি: اللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي وَوَسِّعْ لِي فِي دَارِي وَبَارِكْ لِي فِي رِزْقِي
উচ্চারণ: আল্লাহুম্মাগফির লি জাম্বি, ওয়া ওয়াসসি’ লি ফি দারি, ওয়া বারিক লি ফিমা রাজাকতানি।
অর্থ: হে আল্লাহ! আমার গুনাহ ক্ষমা করুন, আমার আবাসস্থল প্রশস্ত করুন এবং আমার রিজিকে বরকত দান করুন।
এই দোয়া সম্পর্কে হাদিসে যা আছে
হজরত আবু হুরায়রা (রা.) হতে বর্ণিত আছে, এক ব্যক্তি বলল, ইয়া রাসুলুল্লাহ। আজ রাতে আমি আপনার দোয়া শুনেছি। আমি তা হতে যা মনে রাখতে পেরেছি তা এই যে, আপনি বলেছেন- ‘হে আল্লাহ! আমার গুনাহ ক্ষমা করুন, আমার আবাসস্থল প্রশস্ত করুন এবং আমার রিজিকে বরকত দান করুন।’ রাসুলুল্লাহ (স.) বললেন- তুমি কি মনে কর যে, এ দোয়াটি কোনো বিষয় বাদ দিয়েছে? (সুনানে তিরমিজি: ৩৫০০, হাসান)
এ দোয়াটি এতই পরিপূর্ণ যে, এটি দুনিয়া ও আখেরাতের সব চাহিদা পূরণ করে।
আরও পড়ুন: দোয়া কবুলের জন্য যে বিষয়গুলো খেয়াল রাখবেন
দোয়ার ৩টি মূল বিষয়
১. গুনাহের ক্ষমা প্রার্থনা: রাসুল (স.) বলতেন: ‘হে লোকেরা! তোমরা আল্লাহর কাছে তাওবা করো, আমি দিনে ১০০ বারও তাওবা করি।’ (সহিহ মুসলিম: ২৭০২)
২. ঘরের প্রশস্ততা: এখানে ‘দার’ বলতে শুধু ঘর নয়, জীবনের সকল ক্ষেত্র (স্বাস্থ্য, সময়, সম্পর্ক) অন্তর্ভুক্ত।
৩. রিজিকে বরকত: আল্লাহ বলেন- ‘আমি যাকে ইচ্ছা সচ্ছলতা দিই, আর যাকে ইচ্ছা সীমিত রিজিক দিই।’ (সুরা সাবা: ৩৬)। বরকত মানে কম সম্পদেও তৃপ্তি ও কল্যাণ।
কখন ও কীভাবে পড়বেন?
সেরা সময়: ফজর ও এশার পর, সেজদার মধ্যে। ঘরে প্রবেশ করার সময়ও পড়া ভালো।
আরও পড়ুন: সুন্দর ও গুরুত্বপূর্ণ কিছু ছোট দোয়া
পদ্ধতি
১. পবিত্র হয়ে কেবলামুখী হয়ে বসুন।
২. দোয়াটি ৩ বার পড়ুন (রাসুল স.-এর অভ্যাস অনুযায়ী)।
৩. আল্লাহর রহমতের আশা নিয়ে দু’হাত তুলে প্রার্থনা করুন এবং অধৈর্য হবেন না। রাসুল (স.) বলেছেন, ‘প্রত্যেকের দোয়া কবুল হয়ে থাকে। যদি সে তাড়াহুড়া না করে আর বলে যে, আমি দোয়া করলাম। কিন্তু আমার দোয়া তো কবুল হলো না।’ (সহিহ বুখারি: ৬৩৪০)
এই দোয়াটিকে বলা চলে একটি আধ্যাত্মিক প্যাকেজ, যা প্রতিদিনের চাপ, অপরাধবোধ ও অভাব দূর করে। রাসুল (স.)-এর শেখানো এ দোয়া নিয়মিত পড়ুন—আল্লাহর রহমত আপনার দরজায় কড়া নাড়বে ইনশাআল্লাহ! আল্লাহ বলেন- ‘তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব।’ (সুরা গাফির: ৬০)

