প্রাত্যহিক জীবনের সাধারণ কাজগুলোও কীভাবে ইবাদতে পরিণত হতে পারে? রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘নিশ্চয় সকল আমল নিয়তের উপর নির্ভরশীল’ (বুখারি: ১)। একটি বিশুদ্ধ নিয়তই পারে আপনার প্রতিদিনের রুটিনকে সওয়াবের খনিতে পরিণত করতে!
নিয়তের ইসলামিক সংজ্ঞা
আরবি শব্দ ‘নিয়্যাহ’ অর্থ ইচ্ছা বা সংকল্প। শরিয়তের পরিভাষায়, আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কাজ শুরু করা। ইমাম গাজজালি (রহ) বলেন, ‘নিয়ত হল আমলের প্রাণ।’ (ইহইয়া উলুমিদ্দীন)
কোরআনের আলোকে নিয়তের গুরুত্ব
১. ‘প্রত্যেকেই তার নিয়ত অনুযায়ী ফল পাবে।’ (সুরা বনি ইসরাইল: ৮৪)
২. ‘যে আখেরাত কামনা করে, আমি তার জন্য তার কর্মে প্রবৃদ্ধি দান করি।’ (সুরা শুরা: ২০)
বিজ্ঞাপন
হাদিসের শিক্ষা
১. হজরত ওমর (রা.) থেকে বর্ণিত, ‘প্রত্যেক কাজের ফল নিয়ত অনুযায়ী।’ (বুখারি: ১)
২. আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, ‘আল্লাহ তোমাদের চেহারা-সুরত দেখেন না, অন্তর ও আমল দেখেন।’ (মুসলিম: ৬৪৩৭)
দৈনন্দিন জীবনে বিশুদ্ধ নিয়তের প্রয়োগ
১. ঘুমানো: যদি ইবাদতের শক্তি অর্জন ও সুস্থতার নিয়তে ঘুমানো হয়, তাহলে এই ঘুমও হাদিসমতে ইবাদত হিসেবে গণ্য হবে।
২. খাদ্য গ্রহণ: খাওয়ার সময় যদি নিয়ত করা হয় যে, ‘আল্লাহর দেয়া শক্তি দিয়ে তাঁর ইবাদত করব’, তাহলে এই খাদ্য গ্রহণও ইবাদতে পরিণত হয়।
৩. পেশাগত কাজ: চাকরি বা ব্যবসা যদি হালাল রুজি উপার্জন ও পরিবারের ভরণ-পোষণের নিয়তে করা হয়, প্রতিটি টাইপিং, মিটিং বা ডিলিংই সদকায়ে জারিয়ায় পরিণত হয়।
৪. শিক্ষা অর্জন: দুনিয়াবি শিক্ষাও যদি আল্লাহর সন্তুষ্টি ও উম্মাহর সেবার নিয়তে অর্জন করা হয়, প্রতিটি ক্লাস, পরীক্ষা বা গবেষণাই ইবাদত হিসেবে গণ্য হবে।
৫. গৃহস্থালি কাজ: স্ত্রীর রান্না-বান্না বা স্বামীর বাইরে কাজ করা যদি পারিবারিক শান্তি রক্ষা ও আল্লাহর সন্তুষ্টির নিয়তে করা হয়, তাহলে প্রতিটি গৃহস্থালি কাজই সওয়াবের কারণ হয়।
আরও পড়ুন: যেসব আমলে জীবন হবে প্রাচুর্যময়
বিশুদ্ধ নিয়তের ৫ উপকারিতা
১. সকল কাজই ইবাদতে পরিণত হয়
২. আমল কবুলের প্রধান শর্ত পূরণ হয়
৩. ছোট কাজেও বড় সওয়াব লাভ
৪. দুনিয়াবি কাজেও আখেরাতের প্রতিদান নিশ্চিত
৫. অন্তরের খুশু-খুজু বৃদ্ধি পায়
শেষ কথা, একটি বিশুদ্ধ নিয়তই পারে আপনার সমগ্র জীবনকে ইবাদতে পরিণত করতে। রাসুল (স.)-এর এই বাণী আমাদের পাথেয় হোক- ‘দুনিয়াই হলো আখেরাতের শস্যক্ষেত্র।’ (শুআবুল ঈমান)। আসুন, আমরা প্রতিটি কাজ আল্লাহর সন্তুষ্টির নিয়তে শুরু করি। ‘হে আল্লাহ! আমাদের সকল কাজকে আপনার সন্তুষ্টির জন্য বিশুদ্ধ করুন এবং আমাদের নিয়তকে কবুল করুন। আমিন।’

