বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মা-বাবার বিরুদ্ধে সন্তানের মামলা, শায়খ আহমাদুল্লাহর প্রতিক্রিয়া

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১৪ জুলাই ২০২৫, ০১:৪১ পিএম

শেয়ার করুন:

মা-বাবার বিরুদ্ধে মামলা, শায়খ আহমাদুল্লাহর মর্মস্পর্শী প্রতিক্রিয়া

সমাজে মূল্যবোধের অবক্ষয়ের কারণে আজ সন্তানরা হয়ে উঠছে দায়িত্বজ্ঞানহীন। সম্প্রতি এক মেয়ের বাবা-মার বিরুদ্ধে মামলার ঘটনা সারা দেশে আলোচনার জন্ম দিয়েছে। ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ এই ঘটনায় গভীর মর্মবেদনা প্রকাশ করে একটি হৃদয়স্পর্শী পোস্ট দিয়েছেন।

শায়খ আহমাদুল্লাহ ফেসবুক পোস্টে লিখেছেন- ‘এই বৃষ্টিভেজা দিনে ইংলিশ মিডিয়াম পড়ুয়া সেই মেয়েটির বাবা-মায়ের কথা ভাবছি। যারা সারাজীবন মেয়েটির সুখ-স্বপ্ন দেখেছেন, আজ সেই মেয়েই তাদেরকে আদালতের কাঠগড়ায় দাঁড় করিয়েছে!’


বিজ্ঞাপন


আরও পড়ুন: কিসাসই হত্যাকারীদের সমাধান: শায়খ আহমাদুল্লাহ

তিনি আরও লিখেছেন, ‘ছোটবেলায় মেয়েটির জ্বর হলে রাত জেগে বাবা-মা যে সেবা করতেন, যে ভালোবাসা দিতেন, আজ সেই মেয়েই তাদেরকে সবার সামনে ‘ক্রিমিনাল’ বলছে! এ কী নির্মম পরিণতি!’

শায়খ আহমাদুল্লাহ সতর্ক করে দিয়েছেন, ‘আমরা সন্তানদের শুধু ইংরেজি আর ক্যারিয়ার শেখাচ্ছি, কিন্তু মানবিক মূল্যবোধ শেখাচ্ছি না। ফলাফল? সন্তানরা বাবা-মাকেই শত্রু ভাবছে!’

আরও পড়ুন: রসুল (স.)-এর সমরনীতি আজও পৃথিবীর জন্য শান্তির অনুপম আদর্শ


বিজ্ঞাপন


শায়খ এই পোস্টে অভিভাবকদের সন্তানদের ধর্মীয় ও নৈতিক শিক্ষা দেয়ার উপর জোর দিয়েছেন। পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার হয়েছে। অনেকেই এটিকে ‘বর্তমান সময়ের জন্য প্রয়োজনীয় বার্তা’ বলে অভিহিত করেছেন।

শায়খ আহমাদুল্লাহ শেষ করেছেন একটি সতর্কবার্তা দিয়ে- ‘আজ যদি আমরা সন্তানদের সঠিক শিক্ষা না দেই, আগামীকাল আমাদেরই লজ্জিত হতে হবে।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর