বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কিসাসই হত্যাকারীদের সমাধান: শায়খ আহমাদুল্লাহ

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১৩ জুলাই ২০২৫, ০১:২৮ পিএম

শেয়ার করুন:

কিসাসই হত্যাকারীদের সমাধান: শায়খ আহমাদুল্লাহ

দেশে নিরীহ মানুষ হত্যার ঘটনা বেড়ে যাওয়ায় হত্যাকারীদের কঠোর বিচার দাবি করেছেন প্রখ্যাত ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ। ফেসবুকের এক পোস্টে তিনি কিসাস (প্রাণের বদলে প্রাণ) আইন কঠোরভাবে প্রয়োগের আহ্বান জানিয়ে বলেন, ‘কিসাসই এসব কসাইয়ের সমাধান।’

ইসলামে কিসাসের বিধান

পবিত্র কোরআনের সুরা বাকারায় (আয়াত ১৭৮-১৭৯) বলা হয়েছে- ‘হে ঈমানদারগণ! তোমাদের জন্য কিসাসের বিধান দেওয়া হলো হত্যার বদলে হত্যা... আর কিসাসের মধ্যে তোমাদের জীবন নিহীত রয়েছে।’

কিসাস কীভাবে কার্যকর করতে হয়

শায়খ আহমাদুল্লাহ তার পোস্টে কিসাসের ব্যাখ্যায় বলেন- ‘কিসাস অর্থ সমপরিমাণ শাস্তি। যেভাবে যতটুকু জুলুম করা হয়েছে, ঠিক সেভাবে ততটুকু প্রতিকার করা হলো কিসাস।’ তিনি বলেন, ‘কোরআনে দেওয়া এই বিধান অপরাধ দমনের সবচেয়ে কার্যকর পদ্ধতি।’

আরও পড়ুন: বাজারে সিন্ডিকেটকারীদের পরিণাম জানিয়ে দিলেন শায়খ আহমাদুল্লাহ


বিজ্ঞাপন


আইনের ফাঁকফোকরে অপরাধী যেভাবে পার পেয়ে যায়

শায়খ আরও যোগ করেন, ‘প্রচলিত পদ্ধতিতে বছরের পর বছর ধরে বিচারকার্য চললে, আইনের ফাঁক-ফোকর দিয়ে অপরাধীরা পার পেয়ে যায়। এতে অপরাধ কমার বদলে বরং বাড়ে।’ তিনি আশা প্রকাশ করে বলেন, ‘এ ধরনের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বিচার সর্বোচ্চ দুই মাসের মধ্যে শেষ করতে পারলে অপরাধের প্রবণতা কমে যাবে।’

শায়খ আহমাদুল্লাহর এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই তার সাথে একমত পোষণ করে বলেছেন, কিসাসের মতো কঠোর শাস্তি প্রয়োগ করা গেলে হত্যার মতো জঘন্য অপরাধ কমে আসবে। অন্যথায় হত্যাকাণ্ড বন্ধ হবে না।

উল্লেখ্য, গত ৯ জুলাই সন্ধ্যায় সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের ৩ নম্বর গেট সংলগ্ন রজনী ঘোষ লেনে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে পাথর দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর ঘটনাটি জাতীয় পর্যায়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। ইতোমধ্যে পুলিশ পাঁচ সন্দেহভাজনকে গ্রেফতার করেছে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর