রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রুকু সেজদার তাসবিহ কম-বেশি হলে নামাজের ক্ষতি হবে কি?

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১৩ জুলাই ২০২৫, ০৭:৩৭ পিএম

শেয়ার করুন:

রুকু সেজদার তাসবিহ কম-বেশি হলে নামাজের ক্ষতি হবে কি?

নামাজ ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। এর প্রতিটি রুকন ও আমল বিশেষ মর্যাদাপূর্ণ। রুকু ও সেজদায় তাসবিহ পাঠ করাও তেমনই এক গুরুত্বপূর্ণ সুন্নত। অনেক মুসল্লি এই তাসবিহ নিয়ে বিভ্রান্তিতে পড়েন যে সংখ্যা কম-বেশি হলে কী হবে? ভুল তাসবিহ পড়লে নামাজ কি সহিহ হবে? আসুন জেনে নিই বিশুদ্ধ দলিলের আলোকে এ সম্পর্কে বিস্তারিত।

সুন্নতের নির্দেশনা

হাদিসে বর্ণিত হয়েছে, ‘রাসুলুল্লাহ (স.) রুকুতে বলতেন- ‘সুবহানা রাব্বিয়াল আজিম ওয়া বিহামদিহি’ (আমার মহান রব পবিত্র, তাঁরই প্রশংসাসহ) সেজদায় বলতেন, ‘সুবহানা রাব্বিয়াল আ’লা ওয়া বিহামদিহি’ (আমার সর্বোচ্চ রব পবিত্র, তাঁরই প্রশংসা সহ) (সহিহ মুসলিম: ৭৭২, আবু দাউদ: ৮৮৯)

ফতোয়াগ্রন্থে বলা হয়েছে, ‘রুকুতে তিনবার ‘সুবাহানা রাব্বিয়াল আজিম’ এবং সেজদায় তিনবার ‘সুবহানা রাব্বিয়াল আলা’ বললে রুকু ও সিজদা পূর্ণ হয়। আর এটাই হলো তাসবিহ আদায়ের সর্বনিম্ন পরিমাণ। (খুলাসাতুল ফতোয়া: ১/৫৪)

তাসবিহ তিনবারের কম পড়লে

সর্বনিম্ন তিনবার তাসবিহ পড়া সুন্নতে মোয়াক্কাদা। একবার পড়লেও নামাজ সহিহ, তবে এরকম করা মাকরুহে তানজিহি। (হিন্দিয়া: ১/৭৪, আল-মুগনি: ২/২৭৮)


বিজ্ঞাপন


আরও পড়ুন: রুকু-সেজদায় ৩টি দোয়া পড়ার অভ্যাস করুন

ভুলে কম-বেশি হলে কি হবে?

১. তিনবারের কম পড়লে: নামাজ সহিহ, তবে সুন্নত ছুটে যাবে। ভুলে গেলে সমস্যা নেই, ইচ্ছাকৃত হলে মাকরুহ।

২. তিনবারের বেশি পড়লে: বেশি পড়ায় কোনো অসুবিধা নেই

তাসবিহ ভুল পড়লে করণীয়

রুকুতে সেজদার তাসবিহ পড়লে বা সেজদায় রুকুর তাসবিহ পড়লে নামাজ সহিহ হবে। তবে ভুল বুঝতে পারলে পুনরায় পড়া উত্তম। (আল-মাজমু: ৩/৪১২)

দ্রুত নামাজ পড়ার সময় (যেমন জামাতে) অন্তত একবার পড়াই যথেষ্ট। তাহাজ্জুদ বা নফলে ধীরে ধীরে তিনবার বা বেশি পড়া উত্তম। (ফতোয়া ইবনে উসাইমিন: ১৩/১৭১)

ইমাম নববি (রহ.) বলেন, ‘রুকু-সেজদার তাসবিহ নামাজের পরিপূর্ণতার অংশ। ভুলে গেলে বা কম পড়লে নামাজ সহিহ হলেও নিয়মিত সুন্নত তরক করা উচিত নয়।’ (আল-মাজমু শরহুল মুহাজ্জাব: ৩/৪১৫)

আরও পড়ুন: সেজদায় ভুলে রুকুর তাসবিহ পড়লে করণীয়

সতর্কতা

ইমাম আহমাদ (রহ.) সতর্ক করেছেন- ‘যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রুকু-সেজদার তাসবিহ ছেড়ে দেয়, সে সুন্নত ত্যাগের পাপে জড়াবে।’ (মাসাইলুল ইমাম আহমাদ)

মূলত, নামাজের প্রতিটি অংশ সুন্নত অনুযায়ী আদায় করাই মুমিনের কর্তব্য। রুকু-সেজদার তাসবিহ নামাজের পরিপূর্ণতা আনে। ভুলে কম-বেশি হলে নামাজ সহিহ হলেও সুন্নতের প্রতি যত্নবান হওয়া বাঞ্ছনীয়। আল্লাহ তাআলা আমাদের সুন্নত অনুযায়ী নামাজ আদায়ের তাওফিক দান করুন। আমিন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর