নামাজের রুকু ও সেজদায় পড়ার মতো তিনটি গুরুত্বপূর্ণ দোয়ার উল্লেখ পাওয়া যায় হাদিসে। প্রিয়নবী (স.) রুকু ও সেজদায় দোয়াগুলো পড়তেন। নিচে উচ্চারণ ও অর্থসহ সেই দোয়া তিনটি তুলে ধরা হলো।
১) سُبْحَانَكَ اللهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ اللهُمَّ اغْفِرْ لِي ‘সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মাগফির লি।’ অর্থ: হে আল্লাহ! হে আমাদের প্রভু! আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি এবং আপনার প্রশংসা করছি। হে আল্লাহ! আমাদের ক্ষমা করে দিন। আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (স.) রুকু ও সেজদায় এই দোয়া পাঠ করতেন। (সহিহ বুখারি: ৪২৯৩)
বিজ্ঞাপন
২)سُبُّوحٌ قُدُّوسٌ رَبُّ الْمَلَائِكَةِ وَالرُّوحِ ‘সুব্বুহুন কুদ্দুসুন রব্বুল মালা-ইকাতি ওয়ার রুহ।’ অর্থ: ফেরেশতাদের ও জিবরাঈলের প্রতিপালক আল্লাহ পূত ও পবিত্র। আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (স.) রুকু ও সেজদায় এই দোয়া পড়তেন। (সুনানে আবু দাউদ: ৮৭২)
৩) سُبْحَانَ ذِي الْجَبَرُوتِ وَالْمَلَكُوتِ وَالْكِبْرِيَاءِ وَالْعَظَمَةِ ‘সুবহানা জিল জাবারুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়ায়ি ওয়াল আজামাতি’। অর্থ: পবিত্রতা ঘোষণা করছি সেই সত্ত্বার, যিনি সব ক্ষমতা ও রাজ্যের মালিক এবং সব গর্ব ও সম্মানের অধিকারী। আউফ বিন মালিক আশজায়ি (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (স.) রুকু ও সেজদায় এই দোয়া পড়তেন। (সুনানে আবু দাউদ: ৮৭৩)
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে এই তিন দোয়া মুখস্থ রাখার এবং নামাজের রুকু-সেজদায় নিয়মিত পাঠ করার তাওফিক দান করুন। আমিন।

