পবিত্র জিলহজ মাসের আগমন মুসলিম উম্মাহর জন্য বরকতময় সময়। এ মাসের প্রথম দশ দিনকে ইসলামে বিশেষ ফজিলতের সময় হিসেবে গণ্য করা হয়েছে। এই সময়ে কোরবানি এবং হজসহ বিভিন্ন ইবাদতের গুরুত্ব অপরিসীম। তবে অনেকেই প্রশ্ন করেন—এই মাসে চুল ও নখ কাটলে কি গুনাহ হবে?
হাদিসে কী বলা হয়েছে
যারা কোরবানি করার নিয়ত করেছেন, তাদের উদ্দেশ্যে রাসুলুল্লাহ (স.)-এর একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। তা হলো- إِذَا رَأَيْتُمْ هِلَالَ ذِي الْحِجّةِ، وَأَرَادَ أَحَدُكُمْ أَنْ يُضَحِّيَ، فَلْيُمْسِكْ عَنْ شَعْرِهِ وَأَظْفَارهِ ‘যখন জিলহজের চাঁদ দেখবে তখন তোমাদের মধ্যে যে কোরবানি করবে সে যেন তার চুল নখ না কাটে। (সহিহ মুসলিম: ১৯৭৭; জামে তিরমিজি: ১৫২৩)
এই হাদিস অনুযায়ী, যারা নিজের পক্ষ থেকে কোরবানি করবেন, কেবল তাদের জন্যই এই নির্দেশ প্রযোজ্য। অন্য কেউ চুল বা নখ কাটলে তার ওপর কোনো নিষেধ নেই।
কেন চুল-নখ না কাটার নির্দেশনা
ইসলামি স্কলারদের ব্যাখ্যায়, এটি একটি আত্মত্যাগমূলক প্রতীকি আমল। এর মাধ্যমে কোরবানির পশু জবাইয়ের আগ পর্যন্ত নিজেকে পরিপূর্ণভাবে প্রস্তুত রাখা হয়, যেন আত্মত্যাগের চেতনাটি আরও বেশি গভীরভাবে উপলব্ধি করা যায়। অতএব, কোরবানিদাতারা জিলহজ আগমনের পূর্বেই নখ-চুল কেটে পরিপাটি হয়ে থাকবেন এবং কোরবানির পশু জবাই না করা পর্যন্ত এই মোস্তাহাব আমলে সচেষ্ট হবেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন: জিলহজে চুল-নখ না কাটা সুন্নত, মোস্তাহাব নাকি আবশ্যক?
যারা কোরবানি করবেন না তারা কী করবেন?
যারা কোরবানি করবেন না, তারাও ফজিলতপূর্ণ এ আমলে শরিক হতে পারেন। এমনকি বাচ্চাদেরকেও অভিভাবকগণ চুল-নখ কাটা থেকে বিরত রাখতে পারেন। এতেও ইনশাআল্লাহ সাওয়াব লাভ হবে। (দ্রষ্টব্য: সুনানে আবু দাউদ: ২৭৮৯; সুনানে নাসায়ি: ৪৩৬৫; মুস্তাদরাকে হাকেম: ৭৫২০; আলমুহাল্লা, ইবনে হাজম: ৬/২৮)
চুল বা নখ কাটলে কি কোরবানি বাতিল?
না, চুল বা নখ কেটে ফেললে কোরবানি বাতিল হয় না। তবে এটি সুন্নাহসমর্থিত কাজ হবে না। কেউ ভুলে কেটে ফেললে তার জন্য কোরবানির কোনো ক্ষতি হবে না এবং কাফফারাও দিতে হবে না।
আরও পড়ুন: জিলহজের প্রথম ১০ দিনের ফজিলতপূর্ণ ১০ আমল
গুনাহ হবে কি?
হানাফি ফিকহবিদদের মতে, এটি গুনাহ নয়, বরং সুন্নাহ ত্যাগ করা। যারা সুন্নতটি পালন করবেন না, তারা একটি উত্তম আমল থেকে বঞ্চিত হন। তবে শরিয়তের দৃষ্টিতে এটি হারাম বা গুনাহের পর্যায়ে পড়ে না। তবে, কিছু ফকিহ এটিকে ওয়াজিব বলেছেন। তাদের মতে, কোরবানিদাতাদের জন্য জিলহজের ১০ দিন চুল-নখ কাটা গুনাহের কারণ হবে।
শেষ কথা, পবিত্র জিলহজের প্রতিটি ইবাদত যেন আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে হয়—এই দোয়া ও প্রত্যাশা আমাদের থাকা উচিত। কোরবানি করি বা না করি, কোরবানির পশু জবাই হওয়ার আগ পর্যন্ত চুল নখ না কাটার সুন্নত জিন্দা করতে সচেষ্ট হই। আল্লাহ আমাদের তাওফিক দান করুন। আমিন।

