সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঘোড়া ও সাইকেলে চড়ে হজে গেলেন যারা

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২৫ মে ২০২৫, ১২:৪৯ পিএম

শেয়ার করুন:

ঘোড়া ও সাইকেলে চড়ে হজে গেলেন যারা

প্রতি বছর লাখো মুসলমান হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের মক্কা শরিফে যান। এই সফরে প্রতিবছর কোনো না কোনো ব্যতিক্রম সফর থাকে। ২০২৫ সালের হজেও কিছু ভিন্নরকম সফর বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে। সাইকেল, ঘোড়া কিংবা পায়ে হেঁটে হজ পালনের মাধ্যমে মুসলমানরা প্রমাণ করেছেন, ইচ্ছা ও আত্মবিশ্বাসের মাধ্যমে যেকোনো বাধাই অতিক্রম করা সম্ভব।

১. সাইকেলে হজের সফর: বেলজিয়ামের তরুণের ৯ দেশ পাড়ি

বেলজিয়ামের তরুণ আনাস আল রাজকি আধ্যাত্মিক প্রেরণা থেকে সাইকেলে চড়ে হজ পালনে যাত্রা শুরু করেন। তিনি বেলজিয়াম থেকে যাত্রা করে ইতালি, স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া, সার্বিয়া, তুরস্ক, সিরিয়া ও জর্ডান হয়ে সৌদি আরব পৌঁছেন। আনাস বলেন, ‘আমি শুধু হজ করতে যাচ্ছি না, বরং মুসলিম জাতির জন্য একটি বার্তা পৌঁছে দিতে চাই—আস্থা, ধৈর্য আর একাগ্রতায় কী সম্ভব।’ সৌদি আরবে পৌঁছে আনাস আল রাজকি বলেন, ‘এই অনুভূতি ভাষায় বোঝানো সম্ভব নয়। পুরো ব্যাপারটা আমার কাছে স্বপ্নের মতো মনে হয়েছে। আমি বিশ্বাসই করতে পারছি না যে আমি মক্কায় পৌঁছে গেছি। সৌদি আরবে পৌঁছাতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি।’ তিনি আরও বলেন, ‘প্রত্যেক প্যাডেল আমার ঈমানকে শক্তিশালী করেছে।’

anas-cycle-haj

২. ঘোড়ায় চড়ে হজ: ইউরোপ থেকে মরুর শহর মক্কা

স্পেনের তিনজন মুসলিম—আব্দাল্লাহ হার্নান্দেজ, আব্দেলকাদের হারকাসি ও তারিক রদ্রিগেজ, তাদের সঙ্গে মরক্কোর এক সফরসঙ্গীকে নিয়ে ঘোড়ায় চড়ে প্রায় ৮,০০০ কিলোমিটার পথ পাড়ি দেন। স্পেন থেকে যাত্রা শুরু করে ইতালি, স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, মন্টিনিগ্রো, কসোভো, উত্তর মেসেডোনিয়া, বুলগেরিয়া, গ্রিস, তুরস্ক ও সিরিয়া হয়ে সৌদি আরবে প্রবেশ করেছেন তারা।


বিজ্ঞাপন


আরও পড়ুন: প্রথমবার হজে গেলে যেসব ভুল হতে পারে, সতর্ক থাকার উপায়

তারা এই যাত্রাকে ৫০০ বছরের পুরনো আন্দালুসীয় ঐতিহ্যের পুনরুজ্জীবন হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, ‘আমরা শুধু হজ পালন করতে আসিনি, বরং মুসলিম ইতিহাস ও ঐতিহ্যকে জীবন্ত করতে এসেছি।’

horse-haj-safar

৩. বুরাক ওজতুর্কের সাইকেলে হজযাত্রা: আধ্যাত্মিক প্রতিজ্ঞার প্রতিফলন

তুরস্কের ২৬ বছর বয়সী যুবক বুরাক ওজতুর্ক জার্মানি থেকে মক্কা পর্যন্ত সাইকেলে চড়ে হজ পালনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। স্টুটগার্ট থেকে যাত্রা করে তিনি ইতালি, স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া-হার্জেগোভিনা, সার্বিয়া, কসোভো, উত্তর মেসিডোনিয়া, গ্রিস, তুরস্ক, সিরিয়া ও জর্ডান হয়ে সৌদি আরবে পৌঁছাবেন। এই যাত্রার মোট দৈর্ঘ্য প্রায় ৬,০০০ কিলোমিটার।

আরও পড়ুন: হজ ও ওমরা পালনকারীরা যেসব প্রতিদান পাবেন

ওজতুর্কের এই যাত্রা শুধুমাত্র শারীরিক চ্যালেঞ্জ নয়, বরং এটি তার আধ্যাত্মিক প্রতিজ্ঞারও প্রতিফলন। তিনি বলেন, ‘মক্কা ছাড়া কোনো জায়গাই মুসলিমের জন্য সবচেয়ে ভালো গন্তব্য নয়। এজন্যই আমি মক্কাকে লক্ষ্য হিসেবে নিয়েছি।’ তিনি আরও বলেন, ‘আমি আগে প্রস্তুতি নিইনি, কারণ আমি পথে যা প্রয়োজন তা বুঝে নিয়েছি। আমি সাধারণত ব্যায়াম করি না, তাই প্রথমে শরীর কষ্ট পেয়েছিল, কিন্তু এখন ধীরে ধীরে মানিয়ে নিয়েছি।’

turkey-young-haj-cycling

২০২৫ সালের হজে এমন ব্যতিক্রমধর্মী সফরগুলোর মাধ্যমে প্রমাণিত হয়—ইচ্ছা, প্রেম, ও নিষ্ঠার পথে কোনো বাধাই স্থায়ী নয়। সাইকেল, ঘোড়া কিংবা পায়ে হেঁটে যেভাবেই হোক—হজের ডাকে সাড়া দেওয়ার পথ কখনো বন্ধ হয় না। ‘লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক…’—এই ধ্বনি যেন প্রতিটি মুসলমানের হৃদয়জুড়ে বাজে, সে যে পথেই হোক।

(সূত্র: গালফ নিউজ, ডেইলি সাবাহ)

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর