শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ঢাকা

ফিলিস্তিনের জন্য এই ৬ দোয়া করতে ভুলবেন না

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৫, ০৮:৫৭ পিএম

শেয়ার করুন:

ফিলিস্তিনের জন্য এই ৬ দোয়া করতে ভুলবেন না

ফিলিস্তিনি মুসলমানদের ওপর ইহুদিরাষ্ট্র ইসরায়েল ও তাদের মিত্ররা নির্যাতনের চূড়ান্ত সীমা অতিক্রম করেছে। এ অবস্থায় সামর্থ্যবানদের ওপর ফিলিস্তিনের মুসলমানদের পাশে থাকা ও জালেমদের থামানো জরুরি। 

যাদের সামর্থ্য নেই, তারা অন্তত দোয়ার মাধ্যমে তাদের পাশে থাকবেন—এটাই ইসলামি শরিয়তের নির্দেশনা। আল্লাহ তাআলা যেন মজলুমদের রহমতের চাঁদরে ঢেকে রাখেন, তাদের শক্তি ও উদ্যোমতায় বরকত দান করেন, সেই দোয়া করতে হবে।


বিজ্ঞাপন


মনে রাখতে হবে, আল্লাহর ব্যবস্থাপনা পরিবর্তনশীল। আল্লাহ রাব্বুল আলামিন যখনই ইচ্ছা করবেন, বড় বড় শক্তিকে তুলোর মতো উড়িয়ে দেবেন। এটা তাঁর পক্ষে খুব সহজ। তিনি যথাসময়ে অবস্থার পরিবর্তন ঠিকই করবেন। কিন্তু এখানে মুসলিম উম্মাহর দায়িত্ব রয়েছে। আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বা না হওয়ার বিষয় রয়েছে। যারা সুযোগ সামর্থ্য থাকার পরও জান-মাল দিয়ে নির্যাতিত মুসলিমদের সহযোগিতা করবে না এবং তা সম্ভব না হলে অন্তত দোয়ায় তাদের শামিল করবে না, তারা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার নিশ্চয়তা নেই বললেই চলে।

পবিত্র কোরআনে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন— ‘(হে মুসলিমগণ!) তোমাদের জন্য এর কী বৈধতা আছে যে, তোমরা আল্লাহর পথে সেইসকল অসহায় নর-নারী ও শিশুদের জন্য লড়াই করবে না, যারা দোয়া করছে, ‘হে আমাদের প্রতিপালক! আমাদেরকে এই জনপদ থেকে-যার অধিবাসীরা জালিম-অন্যত্র সরিয়ে নাও এবং আমাদের জন্য তোমার পক্ষ হতে একজন অভিভাবক বানিয়ে দাও এবং আমাদের জন্য তোমার পক্ষ হতে একজন সাহায্যকারী দাঁড় করিয়ে দাও ‘ (সুরা নিসা: ৭৫)

আরও পড়ুন: ফিলিস্তিনের পাশে দাঁড়াতে কোরআনের নির্দেশনা

তাই আসুন, আমরা যারা সেই অসহায় নারী, শিশু, অসুস্থ ও বৃদ্ধদের পাশে দাঁড়াতে পারছি না, অন্তত তাদের জন্য এই ছয়টি দোয়া করি। দোয়া করার সময় মনে মনে ভাবি- আমরাও তাদের সাথে আছি।


বিজ্ঞাপন


১. সবর লাভের দোয়া
رَبَّنَآ أَفْرِغْ عَلَيْنَا صَبْرًۭا وَتَوَفَّنَا مُسْلِمِينَ উচ্চারণ: ‘রব্বানাফরিগ আলাইনা সবরাওঁ ওয়া তাওয়াফফানা মুসলিমীন।’ অর্থ: ‘হে আমাদের রব! আমাদেরকে পরিপূর্ণ ধৈর্য দান করুন এবং মুসলিমরূপে আমাদেরকে মৃত্যু দিন।’ (সুরা আরাফ: ১২৬)

২. নিরাপত্তার দোয়া
اللَّهُمَّ اسْتُرْ عَوْرَاتِي وَآمِنْ رَوْعَاتِي وَاحْفَظْنِي مِنْ بَيْنِ يَدَىَّ وَمِنْ خَلْفِي وَعَنْ يَمِينِي وَعَنْ شِمَالِي وَمِنْ فَوْقِي উচ্চারণ: ‘আল্লাহুম্মাসতুর আওরাতী ওয়া আমিন রাওআতী ওয়াহফাজনী মিন বাইনি ইয়াদায়্যা ওয়া মিন খলফী ওয় আন ইয়ামীনী ওয়া আন শিমালী ওয়া মিন ফাওক্বী।’ অর্থ: হে আল্লাহ, আমার দোষ-ত্রুটি ঢেকে দিন এবং ভয় থেকে রক্ষা করুন। হে আল্লাহ! আমাকে হেফাজত করুন আমার সম্মুখভাগ থেকে, আমার পশ্চাদভাগ থেকে, আমার ডান দিক থেকে, আমার বাম দিক থেকে এবং আমার উপরের দিক থেকে।’ (ইবনে মাজাহ: ৩৮৭১; আদাবুল মুফরাদ: ১২১২)

আরও পড়ুন: ইসরায়েলের বিরুদ্ধে বিশ্ব মুসলিম স্কলারদের ফতোয়া

৩. বিজয় লাভের দোয়া
 رَبَّنَاۤ اَفۡرِغۡ عَلَیۡنَا صَبۡرًا وَّ ثَبِّتۡ اَقۡدَامَنَا وَ انۡصُرۡنَا عَلَی الۡقَوۡمِ الۡكٰفِرِیۡنَ উচ্চারণ: ‘রব্বানাফরিগ আলাইনা সবরাওঁ ওয়া সাব্বিত আক্বদামানা ওয়ানছুরনা আলাল ক্বাওমিল কাফিরিন।’ অর্থ: ‘হে আমাদের রব, আমাদের উপর ধৈর্য ঢেলে দিন, আমাদের পা স্থির রাখুন এবং আমাদেরকে কাফের জাতির বিরুদ্ধে সাহায্য করুন।’ (সুরা বাকারা: ২৫০)

৪. আল্লাহর সাহায্যলাভের দোয়া
اللَّهُمَّ مُنْزِلَ الْكِتَابِ سَرِيعَ الْحِسَابِ مُجْرِيَ السَّحَابِ هَازِمَ الأَحْزَابِ اهْزِمْهُمْ وَزَلْزِلْهُم وَانْصُرْنَا عَلَيْهِمْ উচ্চারণ: ‘আল্লাহুম্মা মুনজিলাল কিতাবি সারীআল হিসাবি মুজরিয়াস সাহাবি হাজিমাল আহজাবিহ জিমহুম ওয়া ঝালঝিলহুম ওয়ানছুরনা আলাইহিম।’ অর্থ: ‘হে আল্লাহ! আপনি কিতাব নাজিলকারী, দ্রুত হিসাব গ্রহণকারী। আপনি সম্মিলিত বাহিনীকে পরাজিত করে দিন। হে আল্লাহ! আপনি তাদের পরাস্ত করে দিন এবং তাদের ভীত কম্পিত (উৎখাত) করে দিন।’ (সহিহ বুখারি: ৪৩৯৩)

আরও পড়ুন: হাদিসের বর্ণনায় যে দলটি ফিলিস্তিন জয় করবে

৫. নিপীড়ন থেকে মুক্তির দোয়া
رَبَّنَآ أَخْرِجْنَا مِنْ هَـٰذِهِ ٱلْقَرْيَةِ ٱلظَّالِمِ أَهْلُهَا وَٱجْعَل لَّنَا مِن لَّدُنكَ وَلِيًّۭا وَٱجْعَل لَّنَا مِن لَّدُنكَ نَصِيرًا উচ্চারণ: ‘রব্বানা আখরিজনা মিন হাজিহিল ক্বারিয়াতিজ জালিমি আহলুহা ওয়াজআল লানা মিল্লাদুনকা ওয়ালিয়্যাওঁ ওয়াজআল লানা মিল্লাদুনকা নাসীরা।’ অর্থ: ‘হে আমাদের রব! এ জনপদ-যার অধিবাসী জালিম, তা-থেকে আমাদেরকে বের করুন; আর আমাদের জন্য আপনার পক্ষ থেকে কাউকে অভিভাবক করুন এবং আপনার পক্ষ থেকে কাউকে আমাদের সহায় করুন।’ (সুরা নিসা: ৭৫)

৬. অন্যায়-অবিচারের মুখে উত্তম প্রতিদান চেয়ে দোয়া
إِنَّا للهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُوْنَ، اللَّهمَّ أْجُرْنِي فِي مُصِيْبَتِي، وَاخْلُفْ لِي خَيْرا ً مِنْهَا উচ্চারণ: ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনী ফী মুসিবাতী ওয়াখলুফ লী খাইরাম মিনহা।’ অর্থ: আমরা সবাই আল্লাহরই জন্য এবং আমাদের সকলকে তাঁরই নিকট ফিরে যেতে হবে। হে আল্লাহ্! আপনি আমার এ বিপদে আমাকে সাওয়াব দান করুন এবং আমাকে এর চাইতেও ভালো প্রতিদান দিন।’ (সহিহ মুসলিম: ৯১৮)

আরও পড়ুন: ফিলিস্তিন নিয়ে নবীজির ৭ ভবিষ্যদ্বাণী

আল্লাহ তাআলার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য নির্যাতিত মুসলিমের পক্ষে দাঁড়ানোর সর্বোচ্চ চেষ্টা করা জরুরি। তা না হলে পরকালে কঠিন প্রশ্নের সম্মুখীন হতে হবে। তা না পারলে অন্তত দোয়া করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ‘তোমরা কি মনে করেছ যে, তোমরাই জান্নাতে প্রবেশ করবে? অথচ তোমরা এখনও তাদের অবস্থা প্রাপ্ত হওনি যারা তোমাদের পূর্বে বিগত হয়েছে; তাদেরকে বিপদ ও দুঃখ স্পর্শ করেছিল এবং তাদেরকে প্রকম্পিত করা হয়েছিল; এমন কি রাসূল ও তৎসহ বিশ্বাস স্থাপনকারীগণ বলেছিল, কখন আল্লাহর সাহায্য আসবে? সতর্ক হও, নিশ্চয়ই আল্লাহর সাহায্য নিকটবর্তী।’ (সুরা বাকারা: ২১৪)

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর