সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ঢাকা

ফিতরা ২০২৫

৫ রকম ফিতরার কোনটি আদায় করবেন?

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১১ মার্চ ২০২৫, ০৪:১১ পিএম

শেয়ার করুন:

৫ রকম ফিতরার কোনটি আদায় করবেন?

সদকাতুল ফিতর বা ফিতরা রমজানের গুরুত্বপূর্ণ একটি আর্থিক ইবাদত। এটি জাকাতেরই একটি প্রকার। সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। সদকাতুল ফিতরের দুটি তাৎপর্য বর্ণিত হয়েছে। ১. অশালীন কথা ও কাজে রোজার যে ক্ষতি হলো তা পূরণের জন্য। ২. নিঃস্ব লোকের আহার জোগানোর জন্য। (আবু দাউদ: ১৬০৯)

ইসলামি শরিয়তমতে, আটা, যব, কিশমিশ, খেজুর ও পনির ইত্যাদি পণ্যগুলোর যেকোনো একটি দিয়ে ফিতরা প্রদান করা যায়। সদকাতুল ফিতরের পরিমাণ সম্পর্কে হাদিস শরিফে দুটি মাপকাঠি নির্ধারণ করা হয়েছে। ১. ‘এক সা’ ২.‘অর্ধ সা’। খেজুর, পনির, জব ও কিশমিশ দ্বারা আদায়ের ক্ষেত্রে এক ‘সা’=৩২৭০.৬০ গ্রাম (প্রায়), অর্থাৎ তিন কেজি ২৭০ গ্রামের কিছু বেশি। এ ছাড়া গম দ্বারা আদায় করতে চাইলে ‘নিসফে সা’=১৬৩৫.৩১৫ গ্রাম, অর্থাৎ এক কেজি ৬৩৫ গ্রামের কিছু বেশি প্রযোজ্য হবে। (আওজানে শরইয়্যাহ, পৃষ্ঠ- ১৮)


বিজ্ঞাপন


আরও পড়ুন: ফিতরা না দেওয়ার কোনো সুযোগ আছে কি?

আমাদের দেশের ধর্ম মন্ত্রণালয়ের অধীনস্থ রাষ্ট্রীয় সংস্থা ইসলামিক ফাউন্ডেশন, ‘এক সা’-এর পরিমাণ নির্ধারণ করেছে তিন কেজি ৩০০ গ্রাম। আর ‘আধা সা’-এর পরিমাণ এক কেজি ৬৫০ গ্রাম। ইসলামে সামর্থ্য থাকার পরও সর্বনিম্ন দ্রব্যের ফিতরা দেওয়া অপছন্দনীয়। কারণ হাদিস শরিফে এসেছে একবার রাসুলুল্লাহ (স.)-কে সর্বোত্তম দান সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি ইরশাদ করেন, ‘দাতার নিকট যা সর্বোত্কৃষ্ট এবং যার মূল্যমান সবচেয়ে বেশি।’ (বুখারি: ২৫১৮)

নিচে ইসলামি ফাউন্ডেশন নির্ধারিত ২০২৫ সালের ৫ রকম ফিতরার পরিমাণ দেওয়া হলো। 

১. গম ও আটা: এক কেজি ৬৫০ গ্রাম গম ও আটার বর্তমান বাজারমূল্য ১১০ টাকা।


বিজ্ঞাপন


২. যব: তিন কেজি ৩০০ গ্রাম ওজনের যবের মূল্য ৫৩০ টাকা।

আরও পড়ুন: জাকাত কী, কেন কাকে দিতে হয়?

৩. কিশমিশ: তিন কেজি ৩০০ গ্রাম কিশমিশের দাম ১,৯৮০ টাকা।

৪. খেজুর: তিন কেজি ৩০০ গ্রাম খেজুরের দাম ২,৩১০ টাকা।

৫. পনির: তিন কেজি ৩০০ গ্রাম পনিরের দাম ২,৮০৫ টাকা।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর