প্রখ্যাত ইসলামি আলোচক ও আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেছেন, মহান আল্লাহ রমজান মাসে আমাদের শুধু রোজাই দেননি, দিয়েছেন কোরআনও। এই কোরআন আল্লাহর তরফ থেকে বান্দার প্রতি প্রেরিত এক ঐশী চিঠি বা বার্তা। যে চিঠিতে তিনি আমাদের সাথে কথা বলেছেন।
রোববার (২ মার্চ) নিজের ফেসবুক পেজে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, অনেকের জীবন কেটে যায় কিন্তু এই অমূল্য চিঠিখানা একবারও বুঝে পড়ার সুযোগ হয় না।
বিজ্ঞাপন
‘অথচ দুনিয়ার কোনো তারকা কিংবা প্রভাবশালী ব্যক্তি আমাদেরকে চিঠি পাঠালে সেই চিঠি নিয়ে আমাদের আহ্লাদ ও আনন্দের সীমা থাকে না। আমরা চিঠিখানা তো পড়িই, গর্বের সাথে সবাইকে চিঠির বিষয়টি জানাই। আবার চিঠির ভাষা না বুঝলে এমন মানুষের কাছে ছুটে যাই, যারা চিঠির ভাষা বোঝেন। তাদের মাধ্যমে চিঠির পাঠোদ্ধার করি।’
আরও পড়ুন: রমজানে কোরআন শেখানোর ফজিলত
শায়খ আহমাদুল্লাহ বলেন, যিনি আমাদেরকে সৃষ্টি করলেন, অজস্র নেয়ামতে জীবন ভরিয়ে তুললেন, তার চিঠিখানা আমাদের পড়ে দেখার সুযোগ হলো না। এর চেয়ে দুর্ভাগ্যের বিষয় আর কী হতে পারে!
আস সুন্নাহ ফাউন্ডেশনের আয়োজনে এই রমজানেও চলছে কোরআন প্রতিযোগিতা। যেখানে কোরআন বুঝে পড়ার সুযোগ ও পুরস্কারের কথা জানান আস সুন্নাহ চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।
বিজ্ঞাপন
তিনি বলেন, এই রমজানে আমরা যে কোরআন প্রতিযোগিতার আয়োজন করেছি, যেখানে রয়েছে ৩ টি ওমরাহসহ লক্ষ লক্ষ টাকার পুরস্কার, এই প্রতিযোগিতা হতে পারে আপনার পুরো কুরআন বুঝে পড়ার এক অনন্য সুযোগ।
আরও পড়ুন: রমজানে ১৩ আমলের ফজিলত সবচেয়ে বেশি
প্রতিযোগিতায় আপনি বিজয়ী হলে পার্থিব-অপার্থিব উভয় পুরস্কারে ভূষিত হবেন। আর বিজয়ী না হলেও ক্ষতি নেই। আল্লাহর কাছে আপনার পুরস্কার তোলা থাকবে ইনশাআল্লাহ। আর মুমিনের জীবনে সেই পুরস্কারই তো সব থেকে আকাঙ্ক্ষিত।
‘তাই, আমাদের ঐকান্তিক চাওয়া—পুরো কুরআন একবার হলেও বুঝে পড়ার সুযোগ গ্রহণে আমাদের এই প্রতিযোগিতায় অংশ নিন। এর মাধ্যমে আপনার জীবনপ্রদীপে যুক্ত হবে এমন এক আলো, যা সূর্যের আলোর চেয়েও দীপ্তিমান।’ প্রতিযোগিতার বিস্তারিত কমেন্টের পোস্টারে সংযুক্ত করেন আস সুন্নাহ চেয়ারম্যান।