এবার ময়মনসিংহে তাফসিরুল কোরআন মাহফিলে অংশ নিতে যাচ্ছেন জনপ্রিয় ইসলামিক আলোচক ড. মিজানুর রহমান আজহারী। আগামীকাল শনিবার (১৫ ফেব্রুয়ারি) ময়মনসিংহের সার্কিট হাউজ মাঠে আল ইসলাম ট্রাস্টের উদ্যোগে তাফসির মাহফিলে বয়ান করবেন তিনি।
আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মাহফিলের স্থান ও তারিখের কথা জানান নিজেই।
বিজ্ঞাপন
ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ময়মনসিংহ বিভাগের বন্ধুরা, ইনশাআল্লাহ আগামীকাল থাকছি— ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে, আল ইসলাম ট্রাস্টের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলে। আসুন, দেখা হবে, কথা হবে।
আরও পড়ুন: আয়নাঘরের স্মৃতিচারণ করে জুলুমের সঙ্গী হওয়া থেকে সতর্ক করলেন আজহারী
তার এমন পোস্টের পর বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যায়। কিছু সময়ের মধ্যেই অসংখ্য ইতিবাচক কমেন্ট করেছে ফেসবুকে ব্যবহারকারীরা।
ধারাবাহিকভাবে দেশের বিভিন্ন জেলায় তাফসির মাহফিল করে যাচ্ছেন বিশিষ্ট ইসলামি আলোচক ও গবেষক ড. আজহারী। এর আগে, ৮ ফেব্রুয়ারি ঢাকার নবাবগঞ্জের বারুয়াখালীতে তাফসিরুল কোরআন মাহফিলে বয়ান করেন তিনি।