বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ঢাকা

উত্তম রিজিকের জন্য কোরআন-হাদিসে বর্ণিত গুরুত্বপূর্ণ কিছু দোয়া

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫০ পিএম

শেয়ার করুন:

loading/img

আল্লাহ তাআলা রিজিকদাতা। তিনিই মানুষকে এবং সকল সৃষ্ট জীবকে রিজিক দেন এবং রিজিকে বরকত দেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই আল্লাহ রিজিক দান করেন এবং তিনি প্রবল পরাক্রান্ত’। (সুরা জারিয়াত: ৫৮)

একজন মুমিনের উচিত উত্তম রিজিকের জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা। রিজিক বৃদ্ধির জন্য কোরআন ও হাদিসে বর্ণিত কিছু গুরুত্বপূর্ণ দোয়া নিচে তুলে ধরা হলো।


বিজ্ঞাপন


১. رَبَّنَاۤ اَنۡزِلۡ عَلَیۡنَا مَآئِدَۃً مِّنَ السَّمَآءِ تَکُوۡنُ لَنَا عِیۡدًا لِّاَوَّلِنَا وَ اٰخِرِنَا وَ اٰیَۃً مِّنۡکَ ۚ وَ ارۡزُقۡنَا وَ اَنۡتَ خَیۡرُ الرّٰزِقِیۡنَ উচ্চারণ: ‘রব্বানা আনযিল আলাইনা মায়িদাতাম মিনাস সামায়ী তাকু-নু লানা ঈদাল্লিআওয়া-লিনা ওয়া আ-খিরিনা ওয়া আ-য়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন।’

অর্থ: ‘হে আমাদের রব! আমাদের প্রতি আকাশ থেকে খাদ্য অবতীর্ণ করুন, যেন ওটা আমাদের জন্য অর্থাৎ আমাদের মধ্যে যারা প্রথমে এবং যারা পরে, সবার একটা আনন্দের বিষয় হয় এবং আপনার পক্ষ থেকে এক নিদর্শন হয়ে থাকে। আর আমাদের খাদ্য প্রদান করুন। আপনি তো সর্বোত্তম খাদ্য প্রদানকারী।’ (সুরা মায়েদা: ১১৪)

আরও পড়ুন: যে দোয়া পড়লে সবরকম ক্ষতি থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন

২. اللهُ لَطِيفٌ بِعِبَادِهِ يَرْزُقُ مَنْ يَشَاءُ،وَهُوَ الْقَوِيُّ الْعَزِيزُ উচ্চারণ: ‘আল্লাহু লাতিফুম বি-ইদিহি ইয়ারজুকু মাই ইয়াশায়ু ওয়া হুয়াল ক্ববিউল আজিজ।’ অর্থ: ‘আল্লাহ নিজ বান্দাদের প্রতি অনুগ্রহপরায়ণ, যাকে ইচ্ছা তিনি রিজিক দেন, তিনি শক্তিশালী, পরাক্রান্ত।’ (সুরা আশশুরা: ১৯)


বিজ্ঞাপন


রিজিক বৃদ্ধি ও রিজিকে বরকতের জন্য আমাদের প্রিয়নবীজিও দোয়া শিখিয়েছেন। ঋণ পরিশোধ ও উত্তম রিজিকের জন্য হাদিসে বর্ণিত একটি দোয়া— اَللّهُمَّ اكْفِنِى بِحَلَالِكَ عَنْ حَرَامِكَ وَاغْنِنِى بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ উচ্চারণ: ‘আল্লাহুমমাকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনী বিফাদ্বলিকা আম্মান সিওয়াকা। অর্থ: ‘হে আল্লাহ! হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো। আর তোমাকে ছাড়া আমাকে কারো মুখাপেক্ষী করো না এবং স্বীয় অনুগ্রহ দিয়ে আমাকে স্বচ্ছলতা দান করো।’ হজরত আলী (রা.) এক ব্যক্তিকে এই দোয়া শিক্ষা দিয়ে বলেন, এটি তুমি পাঠ করলে আল্লাহই তোমার ঋণমুক্তির ব্যাপারে দায়িত্ব নেবেন, যদি তোমার ঋণ পর্বতসমানও হয়। (তিরমিজি: ৩৫৬৩; মুসনাদ আহমদ: ১৩২১)

আরও পড়ুন: যে দোয়া পড়লে দুনিয়া-আখেরাতে আল্লাহই যথেষ্ট

হাদিসে বর্ণিত এ সম্পর্কিত আরেকটি দোয়া হলো-  اللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي وَوَسِّعْ لِي فِي رِزْقِي وَبَارِكْ لِي فِيمَا رَزَقْتَنِي উচ্চারণ: ‘আল্লাহুম্মাগফির লী জাম্বী, ওয়া ওয়াসসী লী ফী রিজকী ওয়া বারিকলী ফীমা রাজাকতানী।’ অর্থ: ‘হে আল্লাহ, আমার গুনাহ ক্ষমা করে দিন, আমার ঘর প্রশস্ত করে দিন এবং আপনি আমাকে যে জীবিকা দান করেছেন তাতে বরকত দান করুন।’ আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত আছে, রাতে উল্লিখিত দোয়াটি নবীজি পাঠ করেছেন।’ (তিরমিজি: ৩৫০০)

আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম রিজিকের জন্য কোরআন-হাদিসে বর্ণিত উল্লেখিত দোয়াগুলো বেশি বেশি পড়ার তাওফিক দান করুন। আমিন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub