পবিত্র ওমরাহ পালনে মেনিনজাইটিস টিকা নেওয়ার যে বাধ্যবাধকতা আরোপ করেছিল সৌদি আরব তা থেকে দেশটি সরে এসেছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দেশটির সিভিল এভিয়েশনের জেনারেল অথরিটি এই তথ্য জানিয়েছে।
বিজ্ঞাপন
এর আগে সৌদি আরবের এক নির্দেশনায় বলা হয়েছিল, ১০ ফেব্রুয়ারির পর যারা ওমরাহ করতে আসবেন, তাদের অবশ্যই নেইসেরিয়া মেনিনজাইটিস টিকা নিতে হবে।
সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, সিভিল এভিয়েশন এ সংক্রান্ত নির্দেশনা সব বিমান সংস্থাকে পাঠিয়েছে। সৌদি সরকারের নতুন এই নির্দেশনার মাধ্যমে আগের সব নির্দেশনাই বাতিল হয়ে গেছে। এতে সৃষ্ট জটিলতা নিরসন হবে বলে আশা করা হচ্ছে।
এর আগে গত বছরের মার্চে সব হজ ও ওমরাহ যাত্রীর জন্য টিকাটি বাধ্যতামূলক করেছিল সৌদি সরকার।
বিজ্ঞাপন
এদিকে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ-আটাব মহাসচিব আফসিয়া জান্নাহ সালেহ স্বাক্ষরিত এক বিবৃতিতেও টিকার বাধ্যবাধকতা থেকে সৌদি আরবের ফিরে আসার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জেবি