সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

টিকা নিয়ে ওমরাহ যাত্রীদের সুখবর দিল সৌদি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫৯ এএম

শেয়ার করুন:

টিকা নিয়ে ওমরাহ যাত্রীদের সুখবর দিল সৌদি
ওমরাহ যাত্রীদের লাগবে না কোনো টিকা। ছবি: সংগৃহীত

পবিত্র ওমরাহ পালনে মেনিনজাইটিস টিকা নেওয়ার যে বাধ্যবাধকতা আরোপ করেছিল সৌদি আরব তা থেকে দেশটি সরে এসেছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দেশটির সিভিল এভিয়েশনের জেনারেল অথরিটি এই তথ্য জানিয়েছে।


বিজ্ঞাপন


এর আগে সৌদি আরবের এক নির্দেশনায় বলা হয়েছিল, ১০ ফেব্রুয়ারির পর যারা ওমরাহ করতে আসবেন, তাদের অবশ্যই নেইসেরিয়া মেনিনজাইটিস টিকা নিতে হবে।

সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, সিভিল এভিয়েশন এ সংক্রান্ত নির্দেশনা সব বিমান সংস্থাকে পাঠিয়েছে। সৌদি সরকারের নতুন এই নির্দেশনার মাধ্যমে আগের সব নির্দেশনাই বাতিল হয়ে গেছে। এতে সৃষ্ট জটিলতা নিরসন হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন

ওমরা পালনকারীদের জন্য সৌদির নতুন সেবা

রিয়াজুল জান্নাতে ২০ মিনিট নামাজের অনুমতি পাচ্ছেন যারা

এর আগে গত বছরের মার্চে সব হজ ও ওমরাহ যাত্রীর জন্য টিকাটি বাধ্যতামূলক করেছিল সৌদি সরকার।


বিজ্ঞাপন


এদিকে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ-আটাব মহাসচিব আফসিয়া জান্নাহ সালেহ স্বাক্ষরিত এক বিবৃতিতেও টিকার বাধ্যবাধকতা থেকে সৌদি আরবের ফিরে আসার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জেবি

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর