রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ওজন মাপার মেশিনে ত্রুটি রাখলে যে শাস্তি

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৫, ০৪:৪২ পিএম

শেয়ার করুন:

ওজন মাপার মেশিনে ত্রুটি রাখলে যে শাস্তি

ওজনে কম দেয়ার ব্যাপারে অনেক সতর্কতা রয়েছে পবিত্র কোরআনে। আবার ওজন মাপার মেশিন নিয়েও স্বতন্ত্র দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা মাপে পুরোপুরি দিয়ো। যারা মাপে ঘাটতি করে তাদের অন্তর্ভুক্ত হয়ো না। ওজন করো সঠিক দাঁড়িপাল্লায়। মানুষকে তাদের মালামাল কমিয়ে দিয়ো না এবং জমিনে অশান্তি বিস্তার করে বেড়িয়ো না।’ (সুরা শুআরা: ১৮১-১৮৩)

অন্য আয়াতে এসেছ, ‘যখন পরিমাপ পাত্র দ্বারা কাউকে কিছু মেপে দাও, তখন পরিপূর্ণ মাপে দিয়ো আর ওজন করার জন্য সঠিক দাঁড়িপাল্লা ব্যবহার করো। এ পন্থাই সঠিক এবং এরই পরিণাম উৎকৃষ্ট।’ (সুরা ইসরা: ৩৫)


বিজ্ঞাপন


উল্লেখিত আয়াতগুলোতে পরিমাপ যন্ত্রে যেন ত্রুটি না থাকে, সে ব্যাপারে বিশেষ সতর্ক করা হয়েছে। কারণ পরিমাপ যন্ত্রের মাধ্যমেই চুরির সুযোগ বেশি থাকে। সেই সুযোগ কাজে লাগিয়ে যারা ওজনে কম দেয়, তারা মানুষের হক সম্পর্কে উদাসীন। চুরির শাস্তি নিয়ে তাদের ভয় নেই। পরকালে তাদের জন্য কী পরিণতি অপেক্ষা করছে, হয়ত তারা সেটা অনুধাবন করতে পারছে না। 

আরও পড়ুন: শ্রমিক-ঠকানো মালিকের প্রতিপক্ষ হবেন স্বয়ং আল্লাহ

পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘দুর্ভোগ তাদের জন্য, যারা মাপে কম দেয়, যারা মানুষের নিকট থেকে পূর্ণমাত্রায় নেয়, আর যখন অন্যকে দেয়ার সময় ওজনে কমিয়ে দেয়। তারা কি চিন্তা করে না, তাদেরকে এক মহা দিবসে জীবিত করে ওঠানো হবে?’ (সুরা মুতাফফিফিন: ১-৪)

আসলে যারা অন্যের সম্পদ আত্মসাৎ করবে পরকালে তারা অনেক বড় ক্ষতির মুখে পড়বে। নিজের সওয়াব দিয়ে সেই ক্ষতি পোষাণো সম্ভব না হলে পরের গুনাহের বোঝা নিয়ে জাহান্নামে প্রবেশ করতে হবে। এছাড়াও  ধোকাবাজ ও প্রতাকরদের আমাদের প্রিয়নবীজি (স.) নিজের উম্মত বলে স্বীকার করবেন না। নবীজি (স.) বলেছেন, প্রতারক ও ধোকাবাজের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। (তিরমিজি: ১৩১৫)


বিজ্ঞাপন


আরও পড়ুন: অবৈধভাবে পণ্যের দাম বাড়ালে যে রোগ অবশ্যই হবে

শুধু পরকালে নয়, দুনিয়াতেও ওজনে কম দেওয়া বা ভেজাল মিশ্রিত করে মানুষকে ঠকানোর শাস্তির ব্যাপারে সতর্ক করেছেন নবীজি (স.)। হাদিস শরিফে ইরশাদ হয়েছে, ‘যখন কোনো জাতি ওজন ও পরিমাপে কম দেয়, তখন তাদের ওপর দুর্ভিক্ষ নেমে আসে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অনেক বেড়ে যায় আর তাদের ওপর জালেম শাসক চাপিয়ে দেওয়া হয়।’ (সুনানে ইবনে মাজাহ: ৪০১৯)

মৃত্যুর পর আল্লাহর সামনে দাঁড়াতে হবে—বান্দার এই ভয় থাকা জরুরি। ইচ্ছাকৃতভাবে ওজনে অণু পরিমাণ কম দিলেও তার হিসাব দিতে হবে। আসুন, আল্লাহকে ভয় করি। ওজনে কম দেওয়াসহ মানুষের হক নষ্ট করার সকল পথ থেকে নিজেকে দূরে রাখি। আল্লাহ আমাদের তাওফিক দান করুন। আমিন। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর