মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ভাগ্যের মন্দ পরিণতি থেকে বাঁচার দোয়া

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২৫, ০৫:০৮ পিএম

শেয়ার করুন:

ভাগ্যের মন্দ পরিণতি থেকে বাঁচার দোয়া

বিপদ-মসিবতে পড়লে আল্লাহর সাহায্য চাইতে হয়। কারণ তিনিই একমাত্র উদ্ধারকারী। তিনি চাইলে মুহূর্তেই ভাগ্যের অশুভ পরিণতি ও বিপদ থেকে মুক্তি দিতে পারেন। পেরেশানি দূর করে প্রশান্তি দিতে পারেন নিমিষেই। রাসুল (স.) ভাগ্যের মন্দ পরিণতি থেকে বাঁচার বিভিন্ন দোয়া শিখিয়েছেন। 

এর মধ্যে একটি সুন্দর দোয়া হলো— اللهمَّ إنِّي أعُوذُ بِكَ مِنْ جَهْدِ الْبَلَاءِ، وَدَرَكِ الشَّقَاءِ، وَسُوءِ الْقَضَاءِ، وَشَمَاتَةِ الْأَعْدَاءِ উচ্চারণ: ‘আল্লাহুম্মা ইন্নি আঊজুবিকা মিন জাহদিল বালা-ই, ওয়া দারাকিশ শাকা-য়ি, ওয়া সু-ইল কদা-য়ি, ওয়া শামাতাতিল আ‘দা-য়ি।’ 


বিজ্ঞাপন


অর্থ: ‘হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই কঠিন বিপদ, দুর্ভাগ্যে পতিত হওয়া, ভাগ্যের অশুভ পরিণতি এবং শত্রুর আনন্দিত হওয়া থেকে।’ হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (স.) এ দোয়ার মাধ্যমে সমস্ত বিষয় থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। (বুখারি: ৬৩৪৭; মুসলিম: ২৭০৭)

আরও পড়ুন: তাকদিরে লেখা আছে বলেই কি মানুষ গুনাহ করে?

বিপদাপদে আল্লাহর সাহায্য চাওয়ার আরও অনেক দোয়া কোরআন-হাদিসে রয়েছে। যেমন হাদিসে বর্ণিত আরেকটি দোয়া হলো- يَا حَيُّ يَا قَيُّوْمُ  بِرَحْمَتِكَ أَسْتَغِيْثُ উচ্চারণ: ‘ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু বিরাহমাতিকা আসতাগিছ।’ অর্থ: ‘হে চিরঞ্জীব! হে চিরস্থায়ী! আমি আপনার রহমতের ওসিলায় সাহায্য প্রার্থনা করছি। (তিরমিজি: ৩৫২৪)

যেকোনো বিপদ-মসিবত থেকে রক্ষার সবচেয়ে প্রসিদ্ধ দোয়াটি পবিত্র কোরআনেই বর্ণিত হয়েছে। সেটি হলো দোয়া ইউনুস তথা- لَّا إِلَهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ উচ্চারণ: ‘লাই ইলাহা ইল্লা আংতা সুবহানাকা ইন্নি কুংতু মিনাজ জ্বালিমিন।’ অর্থ: ‘হে আল্লাহ! তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি মহাপবিত্র। নিশ্চয়ই আমি সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত।’ (সুরা আম্বিয়া: ৮৭)


বিজ্ঞাপন


আরও পড়ুন: ভাগ্য বদলে দেওয়ার মতো কিছু দোয়া

বিপদাপড়ে পড়ার মতো আরেকটি দোয়া হলো- اَللّهُمَّ أَجِرْنِي فِي مُصِيْبَتِي وَ اَخْلِفْ لِي خَيْرًا مِنْهَا উচ্চারণ: ‘আল্লাহুম্মা আঝিরনী ফি মুসিবাতী ওয়া আখলিফলী খাইরাম মিনহা।’ অর্থ: ‘হে আল্লাহ! আমাকে কষ্টের দরুণ সওয়াব দান করুন এবং এর চেয়ে উত্তম বস্তু দান করুন।’ (মুসলিম: ১৯৯৮)

আল্লাহ তাআলা আমাদের যেকোনো বিপদাপদ, অসুখ-বিসুখে উক্ত দোয়াগুলো বেশি বেশি পড়ার তাওফিক দান করুন। আমিন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর