মাথা মাসেহ করা অজুর চার ফরজের একটি। মাথা মাসেহ না করলে অজু শুদ্ধ হবে না। মাথা মাসেহ করার সুন্নত পদ্ধতি হলো- মাসেহের শুরু থেকেই উভয় হাত পুরোপুরি ব্যবহার করবে। হাতের কোনো অংশ পৃথক রাখবে না।
আবদুল্লাহ ইবনে জয়েদ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘রাসুলুল্লাহ (স.) দুই হাত দ্বারা মাথা মাসেহ করলেন; উভয় হাত সামনে থেকে পেছনে এবং পেছন থেকে সামনে টেনে নিলেন, মাথার অগ্রভাগ থেকে মাসেহ শুরু করলেন এবং উভয় হাত ঘাড় পর্যন্ত টেনে নিয়ে গেলেন। অতঃপর উভয় হাত পুনরায় পেছন থেকে মাথার অগ্রভাগ পর্যন্ত টেনে নিলেন। (সহিহ বুখারি বর্ণনা: ১৮৫)
বিজ্ঞাপন
আরও পড়ুন: ফরজ গোসলের পর নামাজের জন্য অজু করতে হবে কি?
অজুর অন্য তিন ফরজ হলো- পুরো চেহারা ধোয়া, উভয় হাত কুনুইসহ ধোয়া এবং উভয় পা টাখনু পর্যন্ত ধোয়া। অজুর মোট চার ফরজ সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন- یٰۤاَیُّهَا الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اِذَا قُمۡتُمۡ اِلَی الصَّلٰوۃِ فَاغۡسِلُوۡا وُجُوۡهَکُمۡ وَ اَیۡدِیَکُمۡ اِلَی الۡمَرَافِقِ وَ امۡسَحُوۡا بِرُءُوۡسِکُمۡ وَ اَرۡجُلَکُمۡ اِلَی الۡکَعۡبَیۡنِ ‘হে মুমিনগণ! যখন তোমরা নামাজের জন্য উঠবে, তখন তোমাদের মুখ ও কনুই পর্যন্ত হাত ধৌত করো, মাথা মাসেহ করো এবং টাখনু পর্যন্ত পা (ধৌত করো)। (সুরা মায়েদা: ৬)
(ফাতহুল কাদির: ১/১৭; তাবয়িনুল হাকায়েক ১/৪০; হালবাতুল মুজাল্লি: ১/৬৬; আলবাহরুর রায়েক: ১/২৬; ফতোয়ায়ে হিন্দিয়া: ১/৭; রদ্দুল মুহতার: ১/১২১; আসসিআয়া: ১/১৩২)

