সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গর্ভপাত হলে কি ইদ্দত শেষ হয়ে যায়?

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৮ পিএম

শেয়ার করুন:

গর্ভপাত হলে কি ইদ্দত শেষ হয়ে যায়?

স্বামী মারা গেলে বা যেকোনোভাবে বিবাহ বিচ্ছেদ ঘটলে স্ত্রীর জন্য নিজেকে নির্দিষ্ট কিছুদিন ঘরে আবদ্ধ রাখাকে ইদ্দত বলে। এটি ইসলামের জরুরি বিধান। তালাকের মাধ্যমে বিচ্ছেদ ঘটলে তিন হায়েজ পরিমাণ সময় হলো ইদ্দত। আর স্বামী মারা গেলে ইদ্দতের সময় চার মাস ১০ দিন। (সুরা বাকারা: ২২৮; ২৩৪)

যে নারী অন্তঃসত্ত্বা, স্বামীর মৃত্যু বা বিয়েবিচ্ছেদ উভয় ক্ষেত্রেই তার ইদ্দত পূর্ণ হবে সন্তানের জন্ম হলে। আল্লাহ তাআলা বলেন, ‘তোমাদের স্ত্রীদের মধ্যে যারা ঋতুবর্তী হওয়ার কাল অতিক্রম করে গেছে, তাদের ইদ্দত সম্পর্কে তোমরা যদি সংশয়ে থাক এবং যারা এখনও ঋতুর বয়সে পৌঁছেনি তাদের ইদ্দতকালও হবে তিন মাস। আর গর্ভধারিনীদের ইদ্দতকাল সন্তান প্রসব পর্যন্ত। যে আল্লাহকে ভয় করে, তিনি তার জন্য তার কাজকে সহজ করে দেন। (সুরা তালাক: ৪)


বিজ্ঞাপন


স্বামীর মৃত্যু বা বিয়েবিচ্ছেদের পর নারীর গর্ভপাত হলে ওই সন্তানের অঙ্গ-প্রত্যঙ্গ যেমন, হাত-পা, নখ, চুল ইত্যাদি হয়ে যায় তাহলে তার ইদ্দত পূর্ণ হয়ে যাবে। ওষুধ প্রয়োগের মাধ্যমে ওই বাচ্চাকে ফেলে দেওয়া হলেও তার ইদ্দত পূর্ণ হয়ে যাবে।

আরও পড়ুন: ইদ্দত পালন ছাড়া দ্বিতীয় বিয়ে করলে কি বৈধ হবে?

অর্থাৎ গর্ভপাত হওয়া বাচ্চার যদি কিছু অঙ্গ-প্রত্যঙ্গ হয়ে থাকে, ওই মহিলার ইদ্দত পূর্ণ হয়ে যাবে এবং সে অন্য স্বামীর জন্য হালাল হয়ে যাবে। (মুসান্নাফে ইবনে আবি শাইবা: ১৯৬২৩)

তবে গর্ভস্থ সন্তানের অঙ্গ-প্রত্যঙ্গ হওয়ার আগেই গর্ভপাত হয়ে গেলে ইদ্দত পূর্ণ হবে না। তাকে তালাকের ক্ষেত্রে তিনটি পূর্ণ ঋতুস্রাবের মাধ্যমে এবং স্বামীর মৃত্যুর ক্ষেত্রে চার মাস দশ দিন অতিবাহিত করার মাধ্যমে ইদ্দত পালন করতে হবে।


বিজ্ঞাপন


উল্লেখ্য, গর্ভস্থ সন্তানের অঙ্গ-প্রত্যঙ্গ হোক বা না হোক মায়ের মৃত্যু বা শারীরিক মারাত্মক ক্ষতির আশঙ্কা ছাড়া গর্ভ নষ্ট করে ফেলা নাজায়েজ। আর অঙ্গ-প্রত্যঙ্গ হয়ে গেলে এবং রুহ সঞ্চার হওয়ার পর হলে তা নষ্ট কর ফেলা আরো বড় গুনাহ এবং মানুষ হত্যার শামিল। আরও জেনে রাখা দরকার যে, তালাক হয়ে যাওয়ার কারণে গর্ভ নষ্ট করা বৈধ হয়ে যায় না।

(বাদায়েউস সানায়ে: ১/১৬১; আলবাহরুর রায়েক: ১/২১৮; ফতোয়ায়ে হিন্দিয়া: ৫/৩৫৬; আদ্দুররুল মুখতার: ১/১৭৬)

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর