সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জান্নাত ও জাহান্নামের উদ্বোধন হবে যাদের দিয়ে

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৪, ০৩:৫৯ পিএম

শেয়ার করুন:

জান্নাত ও জাহান্নামের উদ্বোধন হবে যাদের দিয়ে

জান্নাত বা জাহান্নাম মানুষের চূড়ান্ত ঠিকানা। ঈমান ও নেক আমলের কারণে পরকালে কেউ জান্নাতে যাবেন, আবার কেউ কুফুরি, শিরক ও গুনাহের কারণে যাবে জাহান্নামে। বিশ্বনবী মুহাম্মদ (স.) সবার আগে জান্নাতে প্রবেশ করবেন। এ বিষয়ে নবীজি বলেন, ‘আমি জান্নাতের দরজায় এসে দরজা খুলতে বলব। তখন দারোয়ান বলবে, কে তুমি? আমি বলব, মুহাম্মদ। তখন সে বলবে, হ্যাঁ, আপনার ব্যাপারে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, যেন আপনার আগে কারো জন্য জান্নাতের দরজা না খুলি।’ (মুসলিম: ১৯৭)

রাসুল (স.) শুধু নিজেই প্রথম জান্নাতে প্রবেশ করবেন না; বরং সঙ্গে নিজের উম্মতকেও নেবেন। পৃথিবীতে রাসুল (স.)-এর উম্মত সর্বশেষ হলেও তাঁরাই সবার আগে জান্নাতে যাওয়ার সৌভাগ্য লাভ করবে। এটি উম্মতে মুহাম্মদির জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ সম্মাননা। রাসুল (স.) ইরশাদ করেন, ‘দুনিয়াতে সর্বশেষে এসেও আমরাই অগ্রণী হবো। মানুষের মধ্যে সর্বপ্রথম আমরাই জান্নাতে প্রবেশ করব। অন্যরা আমাদের আগে কিতাব পেয়েছে। আর আমরা সবার পরে কিতাব পেয়েছি।’ (বুখারি: ৮৯৬; মুসলিম: ৮৫৫)


বিজ্ঞাপন


আরও পড়ুন: জান্নাতে উম্মতে মুহাম্মদির সংখ্যা কত হবে

উম্মতে মুহাম্মদির মধ্যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন হজরত আবু বকর (রা.)। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (স.) ইরশাদ করেছেন, ‘জিবরাইল এসে আমার হাত ধরে জান্নাতের দরজা দেখাল, যে দরজা দিয়ে আমার উম্মত জান্নাতে প্রবেশ করবে। তখন আবু বকর (রা.) বলেন, হে আল্লাহর রাসুল, আমিও আপনার সঙ্গে থাকব যেন জান্নাতের দরজা দেখতে পারি। তখন রাসুল (স.) বলেন, ‘হে আবু বকর, শুনে রাখো, আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম তুমি জান্নাতে প্রবেশ করবে।’ (আবু দাউদ: ৪৬৫২)

আর জান্নাত উদ্বোধন হবে দরিদ্র মুহাজিরদের মাধ্যমে। আবদুল্লাহ বিন আমর বিন আস (রা.) থেকে বর্ণিত, রাসুল (স.) ইরশাদ করেছেন, ‘তোমরা কি জানো, আল্লাহর সৃষ্টিকুলের মধ্যে সর্বপ্রথম জান্নাতে কারা প্রবেশ করবে?’ সবাই বলল, আল্লাহ ও তাঁর রাসুল ভালো জানেন। তিনি বলেন, ‘আল্লাহর সৃষ্টিকুলের মধ্যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে দরিদ্র মুহাজিররা। যাদের মাধ্যমে সীমান্তের প্রহরা নিশ্চিত করা হয়। তাদের মাধ্যমে যেকোনো বিপদ-আপদ দূর করা হয়। এমনভাবে তাদের মৃত্যু হয় যে আশা-আকাঙ্ক্ষাগুলো তাদের অন্তরের ভেতরেই রয়ে যায়। তারা তা পূরণ করতে পারে না। আল্লাহ তাআলা ফেরেশতাদের বলবেন, তাদের কাছে যাও, তাদের সালাম দাও। ফেরেশতারা বলবে, হে আমাদের রব, আমরা তো আপনার আসমানের বাসিন্দা, আপনার সৃষ্টির শ্রেষ্ঠ জীবন। আপনি আমাদের বলছেন, তাদের কাছে গিয়ে সালাম দিই? আল্লাহ বলবেন, তারা আমার বান্দা, আমার ইবাদত করেছে, আমার সঙ্গে কাউকে শরিক করেনি। তাদের এমন অবস্থায় মৃত্যু হয়েছে যে তাদের প্রয়োজনের কথা তার মনে রয়ে গেছে। তা আর পূরণের সামর্থ্য হয়নি। অতঃপর ফেরেশতারা তাদের কাছে যাবে। সব দরজা দিয়ে প্রবেশ করে তাদের সালাম জানাবে। বলবে, ধৈর্য ধারণের ফল হিসেবে তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক, তোমাদের শেষ ঠিকানা কতই উত্তম।’ (মুসনাদে আহমদ: ৬৫৭০)

আরও পড়ুন: জান্নাতে হুরদের চেয়েও সুন্দরী হবেন যাঁরা


বিজ্ঞাপন


জাহান্নামের উদ্বোধন হবে তিন ব্যক্তিকে দিয়ে। তাদের সম্পর্কে হাদিসে এসেছে, আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত, রাসুল (স.) বলেন, কেয়ামতের দিন সবার আগে যাদের বিচারের জন্য আনা হবে— তাদের মধ্যে অন্যতম দানবীর, আলেম ও আল্লাহর পথে জিহাদকারী শহিদ। আল্লাহ তাআলা প্রথমে শহিদকে নেয়ামতগুলো দেখিয়ে প্রশ্ন করবেন, ‘এসব নেয়ামতের পরিপ্রেক্ষিতে তুমি কী করেছো’ সে উত্তর দেবে, ‘আমি আপনার পথে লড়াই করে শহিদ হয়েছি।’ তখন আল্লাহ বলবেন- ‘তুমি মিথ্যা বলছ। তুমি শহিদ হয়েছ লোকে যাতে তোমাকে বীর-বাহাদুর বলে। সেটি তুমি দুনিয়ায় পেয়ে গেছ। এখানে তোমার কোনো প্রাপ্য নেই।’ তখন তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে।

এরপর একজন দানবীরকে উপস্থিত করে করা হবে। তাকে দেওয়া সম্পদ দেখিয়ে আল্লাহ বলবেন, ‘এসব নেয়ামতের পরিপ্রেক্ষিতে তুমি কী করেছ?’ সে উত্তর দেবে, ‘আমি আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে এ সম্পদগুলো আপনার পথে ব্যয় করেছি।’ তখন আল্লাহ বলবেন, ‘তুমি মিথ্যা বলছ। তুমি দান করেছো যাতে লোকে তোমাকে দানবীর বলে। সেটি তুমি দুনিয়ায় পেয়ে গেছো। সে কারণে এখানে তোমার কোনো প্রাপ্য নেই।’ তাকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। 

এবার একজন আলেমকে নিয়ে আসা হবে। আল্লাহ তাআলা আলেমকে জিজ্ঞাসা করবেন, ‘তোমাকে যে জ্ঞান দিয়েছিলাম— সেটি তুমি কোন পথে ব্যয় করেছ?’ সে বলবে, ‘আমি আপনাকে খুশি করার জন্য সে জ্ঞান অন্য মানুষের কাছে পৌঁছে দিয়েছি।’ আল্লাহ বলবেন, ‘তুমি মিথ্যা বলছ। তুমি এসব জ্ঞান অন্যদের কাছে পৌঁছে দিয়েছ যাতে লোকেরা তোমার প্রশংসা করে এবং তোমাকে প্রাধান্য দেয়। সেটি তুমি দুনিয়ায় পেয়ে গেছো। তাই এখানে তোমার কোনো প্রাপ্য নেই।’ এরপর তাকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। (সুনানে তিরমিজি: ২৩৮২)

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর