রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সুসন্তান লাভের ৩ দোয়া

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৪, ০১:২৯ পিএম

শেয়ার করুন:

সুসন্তান লাভের ৩ দোয়া

সন্তান যেন সুসন্তান হয় সেই প্রত্যাশা সবার থাকে। কিন্তু আল্লাহর ইচ্ছা ছাড়া তো কিছুই হয় না। তাই তাঁরই কাছে নেক সন্তান চেয়ে বা সন্তান যেন ভালো হয় সেই দোয়া করতে হবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা উত্তম জীবনসঙ্গী ও সুসন্তান লাভের দোয়া শিখিয়েছেন। নিচে পবিত্র কোরআনের আলোকে সুসন্তান লাভের তিনটি দোয়া তুলে ধরা হলো।

১. رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا উচ্চারণ: রব্বানা-হাবলানা-মিন আযওয়াজিনা ওয়া যুররিইয়্যাতিনা কুররতা আ’ইয়ুনিঁও ওয়া জ‘আল্না লিল মুত্তাকীনা ইমামা।’ অর্থ: ‘হে আমাদের প্রতিপালক! আপনি আমাদের এমন স্ত্রী ও সন্তান দান করুন। যারা আমাদের চোখ জুড়িয়ে দেয় আর আমাদেরকে (পুরুষদেরকে) মুত্তাকি লোকদের নেতা বানিয়ে দিন।’ (সুরা ফুরকান: ৭৪)


বিজ্ঞাপন


আরও পড়ুন
সন্তানের জন্য পাঁচটি দোয়া করতে ভুলবেন না
মৃত মা-বাবার জন্য কোরআনে বর্ণিত তিন দোয়া
প্রতিদিনের প্রয়োজনীয় ৪০ দোয়া

২.  رَبِّ هَبۡ لِیۡ مِنَ الصّٰلِحِیۡنَ উচ্চারণ: ‘রাব্বি হাবলি মিনাস সলিহিন।’ অর্থ: ‘হে আমার প্রতিপালক, আমাকে এক সুপুত্র দান করুন।’ (সুরা সাফফাত: ১০০)

৩. رَبِّ هَبْ لِي مِن لَّدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيعُ الدُّعَاء উচ্চারণ: ‘রাব্বি হাবলি মিল্লাদুনকা যুরিরয়্যাতান ত্বাইয়্যিবাহ, ইন্নাকা সামিউদ দুআ’ অর্থ: ‘হে আমাদের প্রতিপালক! তোমার পক্ষ থেকে আমাকে পূতপবিত্র সন্তান দান করুন। নিশ্চয়ই আপনি প্রার্থনা কবুলকারী।’ (সুরা আলে ইমরান: ৩৮)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর নেক দোয়া কবুল করুন। প্রত্যেক মা-বাবাকে সুসন্তান দান করুন। আমিন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর