মানত বলতে কোনো ভালো কাজ নিজের জন্য আবশ্য করে নেওয়াকে বুঝায়। মানত বৈধ হলেও শরিয়তে নিরুৎসাহিত করা হয়েছে। ‘কেননা তা মানুষের কোনো কল্যাণ করতে পারে না। এর মাধ্যমে কেবল কৃপণ ব্যক্তি থেকে সম্পদ বের করা হয়।’ (সুনানে নাসায়ি: ৩৮০১)
মানত করলে তা পূরণ করা আবশ্যক। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘অতঃপর তারা যেন তাদের অপরিচ্ছন্নতা দূর করে, তাদের মানত পূর্ণ করে এবং তাওয়াফ করে প্রাচীন ঘরের। ’ (সুরা হজ: ২৯) অন্য আয়াতে মুমিনের বৈশিষ্ট্য তুলে ধরে বলা হয়েছে, ‘তারা মানত পূর্ণ করে এবং সেদিনের ভয় করে, যেদিনের বিপত্তি হবে ব্যাপক।’ (সুরা দাহর: ৭)
বিজ্ঞাপন
আরও পড়ুন: উদ্দেশ্য পূরণ না হলে মানতের বিধান কেমন?
কয়েকটি রোজা রাখব এভাবে মানত করলে অর্থাৎ নির্দিষ্ট সংখ্যা উল্লেখ না করে কয়েকটি রোজা রাখব বলে কেউ মানত করলে তার ওপর অন্তত তিনটি রোজা রাখা আবশ্যক। (কিতাবুল আছল: ২/২১৪; ফতোয়া ওয়ালওয়ালিজিয়া: ১/২৩৫; আলবাহরুর রায়েক: ২/২৯৭; ফতোয়া হিন্দিয়া: ১/২০৯; আদ্দুররুল মুখতার: ৩/৭৪২)
প্রসঙ্গত, কেউ পাপ কাজের মানত করলে তা পূরণ করা যাবে না। হানাফি মাজহাব অনুসারে ওই ব্যক্তির জন্য কাফফারা দেওয়া আবশ্যক হবে। রাসুলুল্লাহ (স.) বলেন, যে ব্যক্তি আল্লাহর আনুগত্যের মানত করে সে যেন তাঁর আনুগত্য করে। আর যে ব্যক্তি আল্লাহর অবাধ্য হওয়ার মানত করে, সে যেন তাঁর অবাধ্য না হয়। (সুনানে আবি দাউদ: ৩২৮৯)

