শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রোগী দেখাসহ ৪ আমলের প্রতিদান জান্নাত

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৪, ০৮:০৫ পিএম

শেয়ার করুন:

রোগী দেখাসহ ৪ আমলের প্রতিদান জান্নাত

অসুস্থকে দেখতে যাওয়া অনেক বড় নেক আমল। ‘রাসুলুল্লাহ (স.) বলেছেন—যে ব্যক্তি রোগীর খোঁজ-খবর নিল সে আল্লাহর রহমতে ডুবে গেল আর সে যখন বসল তখন সে তার মধ্যে স্থির হয়ে গেল।’ (আল আদাবুল মুফরাদ: ৫২২) অন্য হাদিসে এসেছে, ‘যখন কোনো মুসলিম তার (অসুস্থ) মুসলিম ভাইয়ের সেবায় নিয়োজিত হয়, সে ফিরে আসা পর্যন্ত জান্নাতের ফলবাগানে (তার ছায়ায়) অবস্থান করতে থাকে।’ (সহিহ মুসলিম: ২৫৬৮)

অন্য হাদিসে নবীজি (স.) বলেছেন, কোনো ব্যক্তি রোগী দেখতে গেলে আকাশ থেকে একজন আহ্বানকারী তাকে ডেকে বলেন, তুমি উত্তম কাজ করেছ, তোমার পথ চলা কল্যাণময় হোক এবং তুমি জান্নাতে একটি বাসস্থান নির্ধারণ করে নিলে। (সুনানে ইবনে মাজাহ: ১৪৪৩)


বিজ্ঞাপন


 প্রিয়নবী (স.) রোগী দেখাসহ ৪ আমলের প্রতিদান জান্নাত বলে ঘোষণা করেছেন। বাকি তিন আমল কী? চলুন হাদিস থেকে জেনে নিই। আবু হুরায়রা (রা.) বলেন, রাসুলুল্লাহ (স.) একদিন বললেন, তোমাদের মধ্যে আজ কে সিয়ামরত ছিলে? আবু বকর (রা.) বললেন, আমি। রাসুলুল্লাহ (স.) বললেন, তোমাদের মধ্যে কে আজ জানাজায় শরিক হয়েছ? আবু বকর (রা.) বললেন, আমি। তিনি বললেন, তোমাদের মধ্যে কে আজ দরিদ্রকে আহার দিয়েছ? আবু বকর (রা.) বললেন, আমি। তিনি বললেন, আজ তোমাদের কেউ কোনো অসুস্থকে দেখতে গিয়েছ? আবু বকর (রা.) বললেন, আমি। তখন রাসুলুল্লাহ (স.) বলেন, এ কাজগুলো যদি কোনো মানুষের মধ্যে একত্রিত হয়, তাহলে সে ব্যক্তি অবশ্যই জান্নাতি হবেন। (সহিহ মুসলিম: ২/৭১৩, হাদিস: ১০২৮, কিতাবুজ জাকাত)

আরও পড়ুন
জীবনে ৭ অবস্থা আসার আগেই নেক আমলের নির্দেশ
যে আমলের কারণে পাপ নেকিতে রূপ নেয়

হাদিস অনুযায়ী, রোজা, জানাজার নামাজ, গরিবকে খাওয়ানো ও অসুস্থকে দেখা—এই চারটি আমলের সমন্বয় কারো মধ্যে পাওয়া গেলে সে নিশ্চিত জান্নাতে যাবে। এটি নবীজির কথা।

আমরা সবাই রোজার ফজিলতের কথা জানি, কিন্তু জানাজায় শরিক হওয়া, রোগী দেখা এবং দরিদ্রদের খাওয়ানো কত বড় আমল অনেকেই জানি না। যারা ফরজে কেফায়ার অজুহাতে জানাজায় শরিক হওয়া থেকে পলায়নের মনোবৃত্তি নিয়ে থাকেন, যারা সস্তা আমল ভেবে অভাবিদের জন্য খরচ করেন না এবং রোগী দেখতে যাওয়াকে যারা সময় নষ্ট মনে করেন, তাদের চিন্তা করা উচিত- এসব কাজে আল্লাহ তাআলা কত খুশি হচ্ছেন। কতটা মহান ইবাদত হলেই জান্নাতের গ্যারান্টি দেন নবীজি!


বিজ্ঞাপন


আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে উল্লেখিত আমলগুলোর গুরুত্ব বুঝার তাওফিক দান করুন। আমিন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর