বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ঢাকা

ইমামের সঙ্গে নামাজে মুক্তাদির ভুল হলে করণীয়

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১০ পিএম

শেয়ার করুন:

ইমামের সঙ্গে নামাজের সময় মুক্তাদির ভুল হলে করণীয়

নামাজ ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ এবং ইসলামের অন্যতম স্তম্ভ। এই গুরুত্বপূর্ণ ইবাদতকে ত্রুটিমুক্ত করার ব্যাপারে অধিক যত্নশীল হওয়া প্রত্যেক মুসল্লির দায়িত্ব ও কর্তব্য।

প্রশ্ন হলো- ইমামের পেছনে নামাজ পড়া অবস্থায় কেউ কোনো ভুল করলে তার করণীয় কী? তাকে কি সাহু সেজদা আদায় করতে হবে?


বিজ্ঞাপন


এর উত্তরে ফুকাহায়ে কেরাম বলেন, ইমামের সঙ্গে জামাতে নামাজ পড়া অবস্থায় মুক্তাদির নিজস্ব ভুলের কারণে ইমাম-মুক্তাদি কারো নামাজের ক্ষতি হয় না। কারো ওপর সাহু সেজদাও ওয়াজিব হবে না।

আরও পড়ুন: দ্বিতীয় রাকাতেও একই সুরা পড়লে নামাজ হবে কি?

বিখ্যাত তাবেয়ি ইবরাহিম নাখায়ি (রহ.) বলেন, ‘তুমি যদি ইমামের পেছনে ভুল করো, কিন্তু ইমাম কোনো ভুল না করে, তাহলে তোমার ওপর সাহু সেজদা নেই। আর ইমাম ভুল করলে তোমার ভুল না হলেও ইমামের সঙ্গে তোমাকে সাহু সিজদা করতে হবে।’ 

(কিতাবুল আসার, ইমাম আবু ইউসুফ, বর্ণনা: ১৮৭; কিতাবুল আসল: ১/৯৭; বাদায়েউস সানায়ে: ১/৪২০; ফাতহুল কাদির: ১/৪৪৩; শরহুল মুনয়া: পৃ-৪৬৪; তাবয়িনুল হাকায়েক: ১/৪৭৮; রদ্দুল মুহতার: ২/৮২)

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর