সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বন্যায় অন্যের পুকুরের ভেসে আসা মাছ শিকার জায়েজ?

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৪, ০৫:৩৯ পিএম

শেয়ার করুন:

বন্যায় পুকুরের ভেসে যাওয়া মাছ খাওয়া জায়েজ?

বন্যার পানি বেড়ে গেলে ঘের বা পুকুর থেকে মাছ বের হয়ে যাওয়া অস্বাভাবিক নয়। পুকুর, বিল, খাল, নদী এমনকি রাস্তায়ও এসব মাছ ছড়িয়ে পড়তে দেখা যায়। এভাবে চারিদিকে ছড়িয়ে পড়া মাছগুলোর মধ্যে কোন মাছ কার পুকুরের তা শনাক্ত করার সুযোগ বা উপায় থাকে না। এমন প্রেক্ষাপটে মাছগুলো খাওয়া জায়েজ হবে কি না জানতে চান অনেকে। 

এর উত্তরে ফুকাহায়ে কেরাম বলেন, মাছ যেহেতু ব্যক্তির মালিকানা থেকে বের হয়ে সাধারণ মাছের সাথে মিশে যায় এবং ওই সাধারণ সকল মাছ থেকে মালিকানাধীন মাছের নির্দিষ্ট মালিক খুঁজে বের করা সম্ভব নয়; তাই বন্যায় ভেসে যাওয়া মাছ মেরে খাওয়া জায়েজ আছে। (রদ্দুল মুহতার: ৫/৬১; ইমদাদুল ফতোয়া: ৪/২১৫; ফতোয়ায়ে ফকিহুল মিল্লাত: ১১/১৭৬)


বিজ্ঞাপন


আরও পড়ুন: বন্যাদুর্গত এলাকায় লাশের গোসল, জানাজা ও দাফনের বিধান কী

মূলত বন্যায় বের হয়ে যাওয়া মাছগুলোকে নিজের দাবি করার সুযোগ থাকে না। উদাহরণস্বরূপ নিজের পুকুরে বাইর থেকে মাছ ঢুকলে যেমন নিজের হয়ে যায়, তেমনি পুকুরের বাইরে বেরিয়ে গেলে সেই মাছটিও নিজ মালিকানা থেকে বাইরে চলে যায়। 

উল্লেখ্য, বন্যাকবলিত হতে পারে—এমন সংবাদ পেলে মৎস্যচাষীরা বড় সাইজের মাছগুলো ধরে বিক্রি করে দিতে পারেন। এতে ক্ষতিটা কম হবে। অল্প পরিমাণ পানি আসতে পারে এমন এলাকায় নেট/বানা দিয়ে জলাশয়ের চারপাশে ভালোভাবে বেড়া দেওয়া যেতে পারে। আর ছোট পোনার ক্ষেত্রে জীবন্ত মাছ ধরে অন্যত্র যেখানে বন্যার আশংকা নেই, সেখানে স্থানান্তর করার পরামর্শ দিয়ে থাকেন মৎস্যকর্মকর্তারা।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর