আগুন দিয়ে যেকোনো প্রাণী, পোকামাকড় হত্যা সাধারণত নাজায়েজ। একবার রাসুল (স.) সাহাবায়ে কেরামের পুড়িয়ে দেওয়া একটা পিঁপড়ার ঢিবি দেখতে পেয়ে বলেন, কে এগুলো পুড়িয়েছে? তাঁরা বলেন, আমরা। তখন তিনি বলেন, আগুনের রব ছাড়া আগুন দিয়ে কিছুকে শাস্তি দেওয়ার অধিকার কারো নেই। (আবু দাউদ: ২৬৭৫)
তাই ফকিহগণ যেকোনো ক্ষতিকর ও কষ্টদায়ক প্রাণীর ক্ষেত্রেও আগুন ও গরম পানি ব্যবহার ছাড়া অন্যকোনো পদ্ধতিতে মারা সম্ভব হলে প্রথমে সেটাই অবলম্বন করতে বলেন। কিন্তু যদি অন্য কোনোভাবেই এগুলো মারা বা তাড়ানো সম্ভব না হয়, তাহলে প্রয়োজনে গরম পানি ব্যবহার করে সেগুলো মারা বৈধ হবে। সুতরাং ছারপোকার অনিষ্ট থেকে বাঁচতে প্রয়োজনে গরম পানি ব্যবহার জায়েজ।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিষাক্ত প্রাণী থেকে সুরক্ষায় যে দোয়া পড়া সুন্নত
টিকটিকি মারা কি সওয়াবের কাজ?
শত্রুপক্ষের ক্ষতি থেকে নিরাপত্তার দোয়া
যেকোনো কষ্টদায়ক ও ক্ষতিকর প্রাণী, পোকামাকড় মেরে ফেলা ইসলামে বৈধ। এমনকি হারাম শরিফের ভেতরেও পাঁচটি অনিষ্টকারী প্রাণী মারা যায়, ইঁদুর, বিচ্ছু, কাক, চিল ও হিংস্র কুকুর। (ইবনে মাজাহ: ৩০৮৭; মুসলিম, তিরমিজি: ৮৩৭) ফকিহগণ বলেন, যে সমস্ত প্রাণীর স্বভাব হলো কষ্ট দেওয়া, সেগুলো এই পাঁচ প্রাণীর হুকুমেই।
(শরহে মুসলিম, নববি: ৮/১১৩; ফাতহুল বারি: ৪/৪৫, ৪৮; উমদাতুল কারি: ১০/১৮৪; রদ্দুল মুহতার: ৪/১২৯; ইমদাদুল ফতোয়া: ৪/২৬৩)

