হজ পালনে কিছু বিধিনিষেধ আরোপ করেছে সৌদি আরব। বিশেষ করে দেশটিতে বসবাসকারীদের নিতে হয় অনুমোদন। কোনো প্রবাসী যদি অনুমোদন ছাড়া হজ পালন করেন তাহলে তাকে নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়।
এমনকি পুনরায় প্রবেশের ক্ষেত্রেও বাধা দেওয়া হবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: জিলহজের চাঁদ দেখা গেছে, ঈদুল আজহার তারিখ জানাল সৌদি
তাছাড়া যারা হজের নিয়ম ভঙ্গ করবে তাদেরকে ১০ হাজার রিয়াল জরিমানা করা হবে। হোক সে সৌদির নাগরিক, বাসিন্দা কিংবা ভ্রমণকারী।
হজযাত্রীরা যাতে সুন্দর ও আরামদায়কভাবে তাদের কার্যক্রম পালন করতে পারে, সেজন্যই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় মন্ত্রণালয়টি।
আগামী ১৪ জুন শুক্রবার থেকে হজের আনুষ্ঠানিকতা শুরু হবে। সৌদির সরকারি তথ্য অনুযায়ী, এবার বিশ্বের বিভিন্ন দেশ থেকে সৌদিতে হজ করতে গিয়েছেন প্রায় ২০ লাখ মুসল্লি। গত বছর এই সংখ্যা ছিল ১৮ লাখের কিছু বেশি।
বিজ্ঞাপন
সূত্র: গালফ নিউজ