ইহরাম অবস্থায় নারীদের হাতমোজা, পা-মোজা পরা বিষয়ে ভিন্ন মত থাকলেও একাধিক সাহাবি ও তাবেয়ির মতে, তারা হাতমোজা পরবেন। ইমাম আবু হানিফা ও ইমাম শাফেয়ি (রহ)-সহ অনেক ফকিহের মতে এ অভিমতটিই অধিক শক্তিশালী। (কিতাবুল উম: ২/২২৩; আলমাবসুত, সারাখসি: ৪/৩৩)
হাদিস শরিফে আছে, সালেম (রহ) বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর (রা.) মুহরিম মহিলাদের পা-মোজা কেটে দিতেন। কিন্তু সফিয়া বিনতে আবু উবাইদা (রা.) তাঁর কাছে আয়েশা (রা.)-এর এ হাদিস যখন বর্ণনা করলেন যে, ‘রাসুলুল্লাহ (স.) মুহরিম মহিলাদের পা-মোজা ব্যবহারের অনুমতি দিয়েছেন’ এরপর থেকে আব্দুল্লাহ ইবনে ওমর (রা.) মুহরিম মহিলাদের পা-মোজা আর কেটে দিতেন না। (সুনানে আবু দাউদ: ১৮৩১)
বিজ্ঞাপন
আরও পড়ুন: হজের সময় পিরিয়ড শুরু হলে করণীয়
আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, মহিলাগণ ইহরাম অবস্থায় হাত-মোজা ও পা-মোজা পরিধান করতে পারবে। (মুসান্নাফে ইবনে আবি শাইবা: ১৪৪)
সাআদ ইবনে আবি ওয়াক্কাস (রা.) থেকে বর্ণিত, তিনি ইহরাম অবস্থায় তাঁর কন্যাদেরকে হাত-মোজা পরার নির্দেশ দিতেন। (কিতাবুল উম: ২/২২৩)
কাসিম ইবনে মুহাম্মাদ, হাসান বসরি, হাকাম ও হাম্মাদ (রহ) প্রমুখ তাবেয়িগণ থেকেও ইহরাম অবস্থায় মহিলাদের হাতমোজা পরা জায়েজ হওয়ার কথা বর্ণিত আছে। (মুসান্নাফে ইবনে আবি শাইবা: ১৫৯৬৭, ১৪৪৪১)
বিজ্ঞাপন
অতএব, নারীরা ইহরাম অবস্থায় হাত-মোজা ও পা-মোজা ব্যবহার করতে পারবেন। তবে, হাত মোজার ব্যাপারে দু’ধরনের দলিল বিদ্যমান থাকায় কেউ কেউ হাতমোজা পরিধান না করাকে উত্তম বলেছেন। (আল ইসতিজকার: ১১/৩০; আবু দাউদ: ২/২৫৪; আততারগিব ওয়াব তারহিব: ৪/৪৭৭; ইলাউস সুনান: ১০/৪৮; আলবাহরুর রায়েক: ২/২২৩; বাদায়ে: ২/৪১০; ফাতহুল মুলহিম: ৩/২০৪; মানাসিক: ১১৬; খানিয়া -১/২৮৪; আহকামে হজ্ব: ৩৫)

