রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রাস্তার ময়লা পানি কাপড়ে লাগলে নামাজ পড়া যাবে?

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২৭ মে ২০২৪, ০৪:২৬ পিএম

শেয়ার করুন:

রাস্তার ময়লা পানি কাপড়ে লাগলে নামাজ পড়া যাবে?

বৃষ্টির কারণে রাস্তায় জমে থাকা পানি নাপাক নয়। আর তা কাপড়ে লাগলে ওই কাপড় নাপাক হয় না। বরং তা পবিত্র বলেই ধর্তব্য হবে। তবে, যেখানে নাপাক দেখা যায় বা নাপাক ড্রেনের পাশে রাস্তা হয়, আর সেই নাপাক রাস্তায়ও চলে আসে, তাহলে এমন রাস্তায় পতিত পানির ছিটা নাপাক। তাই গায়ে বা কাপড়ে সেই পানি লাগলে ধুয়ে নিতে হবে। 

যদি ব্যক্তিকে প্রতিদিনই ড্রেনের পানি অতিক্রম করতে হয় এবং এ থেকে বেঁচে থাকাও কষ্টকর। তাহলে ওই পানির ছিটা লাগলে (যদি ময়লা দেখা না যায়) মাজুর হিসেবে মাফ পাবার সুযোগ রয়েছে, কিন্তু নাপাকি দেখা গেলে তা দূর করে পবিত্রতা অর্জন করতে হবে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: অজুতে ব্যবহৃত পানির ছিটা কি নাপাক?

বৃষ্টির পর রাস্তা কাদা হয়ে যায়, রাস্তার ওই কাদা নাপাক নয়। বিশেষত কাদায় নাপাকি দেখা না গেলে তা পবিত্র। সুতরাং তা কাপড়ে লাগলে কাপড় অপবিত্র হবে না। তাই এ অবস্থায় নামাজ পড়লে তা সহিহ হবে। তবে ধোয়ার সুযোগ থাকলে এমন ময়লা কাপড়ে নামাজ না পড়াই ভালো।

(আলমাবসুত, সারাখসি: ১/২১১; কিতাবুল আছল: ১/৫২; আততাজনিস ওয়াল মাজিদ: ১/১৫৯; আলমুলতাকাত ফিল ফতোয়া, পৃ-২০; রদ্দুল মুহতার: ১/৩২৪, ১/৫৩১; হালবাতুল মুজাল্লি: ১/৫১৩)

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর