সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

অজুতে ব্যবহৃত পানির ছিটা কি নাপাক?

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০২ আগস্ট ২০২৩, ০১:৫৮ পিএম

শেয়ার করুন:

অজুতে ব্যবহৃত পানির ছিটা কি নাপাক?

পানি আল্লাহর নেয়ামত এবং পবিত্রতা অর্জনের উপকরণ। আল্লাহ তাআলা বলেন, ‘আর তিনিই তাঁর রহমতের বৃষ্টির আগে সুসংবাদবাহীরূপে বায়ু প্রেরণ করেন এবং আমি আকাশ থেকে পবিত্রতা অর্জনের জন্যে পানি বর্ষণ করি।’ (সুরা ফুরকান: ৪৮)

অজু নামাজের চাবি। নামাজের জন্য অজু করা বাধ্যতামূলক। প্রশ্ন হলো- অজুতে ব্যবহৃত পানি কি নাপাক? অজুর পানি যদি বালতির পানির মধ্যে পড়ে, তাহলে কি বালতির সব পানি নাপাক হয়ে যাবে? যদি কারো অজুর পানির ছিটা এসে অন্যের কাপড়ে লাগে, তাহলে কি কোনো সমস্যা হবে?


বিজ্ঞাপন


এর উত্তরে ফুকাহায়ে কেরামের বক্তব্য হলো— অজুর পানি নাপাক নয়। তাই অজুর পানি বালতিতে বা কারো শরীরে লাগলে সেই বালতির পানি বা শরীর নাপাক হবে না। সুতরাং ওই পানি ব্যবহার করতেও অসুবিধা নেই। অজুর পানি নাপাক

তবে অজুতে ব্যবহৃত পানি জমা করে ওই পানি দিয়ে অজু করা কিংবা ফরজ গোসল করা যাবে না; করলে পবিত্রতা অর্জন হবে না। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে পবিত্রতা অর্জন ও নামাজ সংক্রান্ত মাসায়েল জানার ও মেনে চলার তাওফিক দান করুন। আমিন।

(সূত্র: ফতোয়ায়ে হিন্দিয়া: ১/৪১; আদ্দুররুল মুখতার: ১/২০১; মারাকিল ফালাহ: ৮৭; সহিহ মুসলিম: ৬০৫; রদ্দুল মুহতার: ১/৩৫২; আল বাহরুর রায়েক: ১/১৬৯) অজুর পানি পাক

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর